ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকি নিতে নারাজ বিসিবি

সাসেক্সে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের

প্রকাশিত: ০৬:১৬, ২৮ জুলাই ২০১৬

সাসেক্সে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়ে গেলেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এখন যে অবস্থা, তাতে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট যে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের, তাই বোঝা যাচ্ছে। এমন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানাচ্ছে, মুস্তাফিজকে নিয়ে আর ঝুঁকি নেয়া হবে না। মুস্তাফিজের ইনজুরি নিয়ে এ মুহূর্তে কোন সুসংবাদ নেই। শুধু দুঃসংবাদই। এমআরআই হয়েছে। যেখানে মুস্তাফিজের কাঁধে সমস্যা ধরা পড়েছে। তবে বিসিবি বর্তমানে যে এমআরআই রিপোর্ট হাতে পেয়েছে, তাতে বাঁ-হাতি এই পেসারের অবস্থাটা পরিষ্কার নয়। তাই আবারও এমআরআই করানো হবে। দুই-একদিন বাদে সেই রিপোর্ট হাতে আসার পর সেটা দেখে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর বিষয় বিসিবি কোনরকম ঝুঁকি নেবে না। আগে আমরা আরেকটা এমআরআই করে বিষয়টা নিশ্চিত হব। এরপর সিদ্ধান্ত। এর আগে ঝুঁকি নিয়ে ব্যথানাশক ওষুধ দিয়ে ওকে খেলতে দেয়া হবে না।’ কাঁধে যে অসুবিধা, তার স্থায়ী নিরাময় যদি খোঁজা হয়; তাহলে অস্ত্রোপচারও লাগতে পারে। আর সেই অস্ত্রোপচার হলে ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজকে। সময় আরও বেড়ে যেতে পারে। সেটা নিশ্চিত হওয়া যাবে নতুন এমআরআইয়ে। এ মুহূর্তে সাসেক্সের হয়ে আর খেলবেন না মুস্তাফিজ। বুধবার যে ম্যাচটিতে খেলার কথা সেই ম্যাচেও খেলবেন না মুস্তাফিজ। চোটের কারণে হ্যাম্পশায়ারের বিপক্ষে বুধবারের ওয়ানডে ম্যাচটি মুস্তাফিজ যে খেলছেন না, তা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। সামনে একটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ আছে। সেই ম্যাচগুলোতেও মুস্তাফিজকে দেখা যাবে না। সাসেক্স পর্ব শেষই বলা চলে। মুস্তাফিজের খেলা নিয়ে জালাল ইউনুস জানান, ‘তেমন কোন সুযোগ দেখছি না। এই অবস্থায় সে খেলা চালিয়ে যাবে না। এখনও ওর কয়েকটি খেলা আছে। তবে খেলার সম্ভাবনা খুবই কম।’ সঙ্গে যোগ করেন, ‘মুস্তাফিজের অবস্থা বুঝতে আরও একটি এমআরআই করা হবে। ওর কাঁধে বাড়তি তরল জমে আছে। এমআরআই করার পর বুঝতে পারব আমাদের কী করণীয়। ইনজেকশন নাকি অস্ত্রোপচার করে চিকিৎসা করতে হবে, সেটির জন্য অপেক্ষা করতে হবে। আমরা সেখানকার চিকিৎসকদের মতামত শুনব। আর আমাদের এখানে ফিজিও-চিকিৎসক তো আছেনই। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ আপাতত ইংল্যান্ডে থেকেই চিকিৎসা চালাবেন মুস্তাফিজ। তাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘আপাতত ওখানে চিকিৎসা চলছে। প্রয়োজন হলে খরচ বিসিবি দেবে। আর সাসেক্সের চুক্তির আওতায় যদি চিকিৎসার বিষয়টি থাকে, তবে তারা দেবে।’ ২ টি২০ ম্যাচ খেলার পরই মুস্তাফিজকে যে সাসেক্স আর পাচ্ছে না তা দলের অধিনায়ক লুক রাইটের কথাতেও স্পষ্ট। মুস্তাফিজকে না পাওয়াতে আক্ষেপও করেছেন লুক রাইট। বলেছেন, ‘আমরা খুবই দুঃখিত যে মুস্তাফিজ খেলছে না। অবশ্যই ওকে মিস করব। ওর কাঁধে চোট। ডাক্তারি পরীক্ষা চলছে।’
×