ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুশফিকদের কাছে সাবেকদের হার ২-০ গোলে

ক্রিকেটারদের প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত: ০৬:১৬, ২৮ জুলাই ২০১৬

ক্রিকেটারদের প্রীতি ফুটবল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এ ক্যাম্পে একদিনের জন্য ক্রিকেটাররা যেন ফুটবলার হয়ে গেলেন। ব্যাট-প্যাড একদিনের জন্য গুছিয়ে রেখে সাবেক ক্রিকেটারদের সঙ্গে বর্তমান ক্রিকেটাররা খেলে ফেললেন ফুটবল ম্যাচ। আর তাতে বর্তমান ক্রিকেটাররা ২-০ ব্যবধানে সাবেক ক্রিকেটারদের হারিয়ে দিলেন। এ ম্যাচটিও ফিটনেস ক্যাম্পের অংশ হিসেবেই রাখা হয়েছে। বিদেশী কোচরা নেই। কবে আসবেন, তারও নিশ্চয়তা নেই। আগস্টের প্রথম সপ্তাহে আসার কথা। এ মুহূর্তে দেশী কোচরাই ফিটনেস ক্যাম্প চালাচ্ছেন। আর দেশী কোচদের সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটাররা জুনিয়রদের ফিটনেস ক্যাম্পে সহযোগিতা করে চলেছেন। ফিটনেস ক্যাম্পে ফিট থাকা। সমস্যা থাকলে ফিটনেস ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। তা করতে গিয়ে একটি প্রীতিম্যাচই খেলা হয়ে গেল। তাতে মুশফিকুর রহীম ও নাসির হোসেনের গোলে জিতলো বর্তমান ক্রিকেটাররা। জাতীয় দলের পক্ষে ম্যাচটিতে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রকিবুল হাসান, সৌম্য সরকার, নাসির হোসেনরা। আর সাবেকদের মধ্যে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, সানোয়ার হোসেনরা খেলেছেন। ২০ জুলাই থেকে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। প্রাথমিক দলের ৩০ সদস্য এ ক্যাম্পে আছেন। সিপিএলে খেলায় সাকিব আল হাসান ও কাউন্টিতে খেলায় মুস্তাফিজুর রহমান এ ক্যাম্পে থাকতে পারছেন না। বাকিরা প্রতিদিন সকাল ৮টায় ফিটনেস ক্যাম্পে যোগ দেন। ক্যাম্পে ফিটনেস নিয়েই শুধু কাজ হচ্ছে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ফিটনেস ক্যাম্প চলবে। সাতদিন ক্রিকেটাররা জিম আর রানিং করেই ফিটনেস ঠিক রাখার কাজ করে গেছেন। অষ্টমদিনে এসে ফিটনেস ক্যাম্পে নতুনত্ব দেখা গেল। বুধবার জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক ক্রিকেটাররা একটি প্রীতি ফুটবল ম্যাচ খেললেন। ফুটবলার যেন হয়ে গেলেন সবাই। সাধারণত ফুটবল খেলা দিয়েই অনুশীলন শুরু হয় বেশিরভাগ সময়। তবে সেটি অল্প সময় ধরেই হয়। এদিন পুরো একটি ম্যাচই খেলা হলো। তাতে বর্তমান ক্রিকেটাররাই বাজিমাত করলেন। অক্টোবরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ হবে। সিরিজে তিন ওয়ানডে ও দুই টেস্ট হবে। ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। এরপর ৩ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৭ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর মিরপুরে হবে দ্বিতীয় ওয়ানডে। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ২০ অক্টোবর প্রথম টেস্টটি শুরু হবে। এরপর মিরপুরে ২৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ সিরিজের জন্যই ক্যাম্প শুরু হয়েছে জাতীয় দলের। সেই ক্যাম্পে ফিটনেস ট্রেনিং চলছে আপাতত। জাতীয় দলের বিদেশী কোচরা বাংলাদেশে আসলে এরপর শুরু হবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন। তার আগে একদিন পুরোদস্তুর ফুটবলারই বনে গেলেন ক্রিকেটাররা।
×