ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিটি খাতে আর কোন দেশই বাংলাদেশের মতো এগোতে পারেনি ॥ জয়

প্রকাশিত: ০৬:০১, ২৮ জুলাই ২০১৬

আইসিটি খাতে আর কোন দেশই বাংলাদেশের মতো এগোতে পারেনি ॥ জয়

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আইসিটি খাতে বাংলাদেশ বিশ্বের অগ্রগামী দেশগুলোর মধ্যে অন্যতম। আর কোন দেশই এ খাতে বাংলাদেশের মতো দ্রুতগতিতে এগিয়ে যেতে পারেনি। বর্তমান তরুণ প্রজন্ম একসময় আইসিটি খাতে বিশ্বকে নেতৃত্ব দেবে। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম আইটি ইনকিউবেটর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) জেনারেল সেক্রেটারি হাউলিন ঝাউ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, বিটিআরসি সচিব ড. শাহজাহান মাহমুদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসরকারী মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিম্পেলকমের সহ-প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিস ওস এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে কানেক্টিং স্টার্ট আপ বিজয়ী ১০টি সেরা উদ্যোগ ঘোষণা করা হয়। এসব উদ্যোক্তার হাতে কারওয়ান বাজারের জনতা টাওয়ারে অবস্থিত আইটি ইনকিউবেটরের চাবি তুলে দেয়া হয়। সেখানে এক বছরের জন্য বিনামূল্যে অফিস বরাদ্দ দেয়া হয়েছে তাদের। স্টার্ট আপের ক্ষেত্রে এদেশের তরুণদের সাফল সুনিশ্চিত মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় বলেন, আমি ২০ বছর আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ শুরু করেছিলাম। আমি সফল হয়েছিলাম। আমার বিশ্বাস, আজ যে ১০টি স্টার্ট আপ আইটি ইনকিউবেটরে জায়গা বরাদ্দ পেল তারাও সফল হবে। জয় বলেন, পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়। যদি স্বপ্ন থাকে আর স্বপ্ন জয়ের আকাক্সক্ষা থাকে, তবে সব স্বপ্নই বাস্তবায়ন সম্ভব। সাহস ও মনোবল হারালে চলবে না। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমার সবচেয়ে বড় স্টার্ট আপ হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উদ্ভাবনী পরিকল্পনার ফলে তরুণরা আজ আইসিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে বলে জানান জয়। তিনি বলেন, বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ এখন প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। এসবই সম্ভব হয়েছে সরকারের উদ্ভাবনী পরিকল্পনার জন্য।
×