ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পৃথিবীর গভীরতম সিঙ্কহোল!

প্রকাশিত: ০৫:৫২, ২৮ জুলাই ২০১৬

পৃথিবীর গভীরতম সিঙ্কহোল!

পৃথিবীর গভীরতম সিঙ্কহোল দক্ষিণ চীন সাগরে রয়েছে বলে দাবি করেছেন একদল চীনা গবেষক। সমুদ্রের তলদেশ থেকে ৯৮৭ ফুট গভীর এই সিঙ্কহোলটি বাহামাসের ‘ব্লু হোল’র চেয়েও ৩০০ ফুট বেশি গভীর বলে জানা গেছে। এতদিন বাহামাসের ‘ব্লু হোল’কেই গভীরতম সিঙ্কহোল হিসাবে ধরা হতো। তবে এটি তার চেয়েও গভীর বলে খবর প্রকাশ করেছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি। সমুদ্রের মধ্যে গভীর গর্তকে তার গাঢ় নীল রঙের জন্য এমন নাম দেয়া হয়। সমুদ্রের জলের চেয়ে এই অংশে সূর্যের আলো পুরোটা পৌঁছতে না পারায় এর রং বাকি অংশের চেয়ে গাঢ় হয়। একে সমুদ্রের মধ্যে অবস্থিত গুহা বলেও অভিহিত করা হয়। জানা গেছে, ২০১৫ সালের আগস্টে চীনের ‘সানশা শিপ কোর্স রিসার্চ ইনস্টিটিউট ফর কোরাল প্রোটেকশন’ ‘ড্রাগন হোল’ নিয়ে গবেষণা শুরু করে। সেখানেই উঠে এসেছে এই ৪২৬ ফুট চওড়া সিঙ্কহোলের খবর। এটি এতটাই গভীর যে আস্ত আইফেল টাওয়ারকে নিজের ভেতরে ঢুকিয়ে নিতে পারে। গবেষকরা এই সিঙ্কহোলের গভীরতা মাপতে আন্ডারওয়াটার রোবটের সাহায্য নেন। এর ভিডিও রশ্মির মাধ্যমে সিঙ্কহোলের গভীরতা মাপা সম্ভব হয়েছে। এর পানিতে কোন অক্সিজেন না থাকায় এতে কোন প্রাণী বাঁচতে পারবে না বলেও দাবি করেছেন গবেষকরা। এই সিঙ্ক হোলকে সর্বতোভাবে রক্ষা করা ও এটি নিয়ে আরও গবেষণা চালাবে বলেও জানিয়েছেন চীনের ‘সানশা শিপ কোর্স রিসার্চ ইনস্টিটিউট ফর কোরাল প্রোটেকশন’র গবেষকরা। ওয়ানইন্ডিয়া অবলম্বনে।
×