ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪১ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৫১, ২৮ জুলাই ২০১৬

৪১ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

কূটনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী হিসেবে ৪১ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে। সেখানে দীর্ঘদিন কারাভোগের পর সরকারের মধ্যস্থতায় দেশে ফিরেছে তারা। মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ভাগ্য বিড়ম্বিত এ বাংলাদেশীরা। মঙ্গলবার রাত দুইটার দিকে তারা বিশেষ বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। ফেরত আসা নাগরিকরা ঢাকায় এসে নির্যাতনের অভিযোগ করেছেন। এদের মধ্যে ভাগ্য পরিবর্তনের আশায় নোয়াখালীর বেলাল হোসেন দেশ ছেড়েছিলেন দু’বছর আগে। লাতিন আমেরিকার দেশ মেক্সিকো হয়ে অবৈধ পথে প্রবেশ করেন তিনি স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। কয়েক শ’ মাইলের কঠিন পথ পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সঙ্গে সঙ্গে আটক হন পুলিশের হাতে। বেলালের মতো অনেকেরই স্বপ্ন ভেঙে গেছে কারাগারের চার দেয়ালে। দালালের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসব বাংলাদেশী একেবারে নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছেন। এসব বাংলাদেশীর অনেকেই ব্রাজিল, ভেনিজুয়েলা, পেরু, মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সেখানে রাজনৈতিক আশ্রয়ও চেয়েছিলেন। আদালতে এই নিয়ে মামলাও চলে। তবে শেষ পর্যন্ত এসব বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়। এছাড়া আরও শতাধিক বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিরে আসা বাংলাদেশীদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন, বাংলাদেশী হওয়ার কারণেই নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। আইনী লড়াইয়ের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে এখনও বন্দী আছেন অনেক বাংলাদেশী। এর আগে গত এপ্রিলে এমন ২৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে প্রথমবারের মতো দেশে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র জানায়, চলতি বছর মার্চ মাসের শেষে ঢাকায় এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিরিউরিটির একটি প্রতিনিধি দল। তারা জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশীরাও রয়েছে। সে অনুযায়ী প্রথম ধাপে ২৭ জন বাংলাদেশী অভিবাসীকে ফেরত পাঠানো হবে। অবৈধ অভিবাসীদের মার্কিন সরকার তাদের সব ধরনের আইনী সহায়তা দিয়েছে। আদালতে তারা তাদের যুক্তি উপস্থাপন করেছেন। তাদের বৈধতার দাবির পক্ষে যুক্তি দেখাতে না পারায় সব প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হবে। প্রতিনিধি দল ঢাকা থেকে ফিরে যাওয়ার এক সপ্তাহ পরেই ২৭ বাংলাদেশীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের নীতি অব্যাহত রাখায় ওবামা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানকার প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে মার্কিন গণমাধ্যমেও। ফেরত পাঠানো অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ওবামা প্রশাসনের বিরুদ্ধে। অবৈধ অভিবাসী বহিষ্কারের মার্কিন নীতির বিরুদ্ধে এখন মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংগঠন। বর্তমানে প্রায় তিন হাজার বাংলাদেশীসহ ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে গ্রেফতারকৃত ৩৪ হাজার অভিবাসীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন।
×