ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াত নেতাসহ গ্রেফতার ৭৬ ;###;আগ্নেয়াস্ত্র, চাপাতি, ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার ;###;জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিরোধের ডাক, মানববন্ধন, লিফলেট বিতরণ

দেশজুড়ে অভিযান

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ জুলাই ২০১৬

দেশজুড়ে অভিযান

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী নির্মূলে সারাদেশে শুরু হয়েছে অভিযান। মঙ্গলবার রাত ও বুধবার সাঁড়াশি অভিযানে জঙ্গী, হিযবুত তাহ্রীর, জঙ্গীবাদে অর্থযোগানদাতা এবং জামায়াত নেতাসহ কমপক্ষে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, চাপাতি, ককটেল ও ধারালো অস্ত্র। এদিকে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সন্ত্রাস প্রতিরোধের ডাক দিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এরই অংশ হিসেবে বুধবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। লিফলেট বিতরণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মার দুর্গম চার ইউনিয়ন আজিমনগর, ধূলসুড়া, সুতালড়ি ও লেছড়াগঞ্জ চরে যৌথ বাহিনীর জঙ্গী ও সন্ত্রাসবিরোধী অভিযান হয়েছে। ভোর ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি ককটেল, ধারালো অস্ত্র, জিহাদী বইসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। এরা হলেন, বলড়া ভাড়ারিয়া সাতানি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মজিবর (৪৫), নুরুল ইসলাম (৩০), জাহিদুল ইসলাম (২০), রাজিব মোল্লা (২২) ও আহাদ মোল্লা (২৫)। মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান অভিযান শেষে নটাখোলা ইউনিয়ন প্রাঙ্গণে এক প্রেস বিফ্রিংয়ে জানান, সারাদেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গীদের প্রশিক্ষণ ও আস্তানা রয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার দ্বিতীয় দিন ভোর ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত যৌথবাহিনীর কয়েকটি দল পৃথকভাবে এই অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, মঙ্গলবার যৌথ বাহিনীর হাতে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার আইনে মামলা হয়েছে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত সানি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল খালেক ওরফে সানি খালেককে আটক করেছে পুলিশ। সানি খালেক সুলতানপুর ঝিলপাড়া এলাকার আব্দুল মাজেদ গাজীর ছেলে। মঙ্গলবার রাতে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান তুফান কোম্পানির মোড়ে সানি এন্টারপ্রাইজ থেকে তাকে আটক করা হয়। একই সময়ে ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও সাতক্ষীরা ক্যাডেট মাদ্রাসার পরিচালক নুরুল আমীন সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মওদুদী লিখিত কয়েকটি বই ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগঠন পদ্ধতি নামে বই উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদেশী পিস্তল, তিনটি গুলি ও দুটি চাপাতিসহ আটক জঙ্গী সদস্য সাহেব জানের (২০) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেল চারটায় তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক মোল্লা সাইফুল আলম আটক জঙ্গীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আটককৃত সাহেবজান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০টায় হরিপুর উপজেলার বরিয়াল গ্রামে পুলিশ অভিযান চালায় এবং জঙ্গী সদস্য সাহেব জানকে (২০) আটক করে পুলিশ। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। রংপুর ॥ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জামায়াতকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও চুরি-ডাকাতি সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার থেকে পলাশবাড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির রুহুল আমিনকে (৬০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাস, মাদকদ্রব্য, নারী নির্যাতন, ডাকাতিসহ অন্যান্য মামলায় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম ॥ নগরীর এমএ আজিজ স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সংগঠনটির প্রচারপত্র। গ্রেফতারকৃত তিনজন হলো মোঃ ইসমাইল (২৬), মোঃ নাজমুল হুদা (২৫) ও মোঃ আমিরুজ্জামান (৩৭)। এর মধ্যে ইসমাইল চট্টগ্রামের সীতাকু-ে অবস্থিত আন্তর্জাতিক ইসলামিক ইউনির্ভাসিটি থেকে এমবিএ উত্তীর্ণ ও নাজমুল বিজিসি ট্রাস্ট ইউনির্ভাসিটির এমবিএ কোর্সের শিক্ষার্থী। আমিরুজ্জামান এক সময় চট্টগ্রাম সরকারী সিটি কলেজের শিক্ষার্থী ছিল। সাভার ॥ সাভারে আব্দুর রহিম (৪০) নামের জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সাভার পৌর এলাকার চাঁপাইন মহল্লার ‘নিউ চাঁপাইন মডেল হাইস্কুল’ থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করে পুলিশ। বাগেরহাট ॥ বাগেরহাটে জামায়াত-শিবিরের দুই নেতাকে পুলিশ বুধবার আটক করেছে। কচুয়ায় নাশকতা ও গোলাগুলিসহ পুলিশের ওপর হামলা মামলার আসামি জামায়াতের থানা আমির অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসেনকে পুলিশ গভীর রাতে মঘিয়া ইউনিয়নের চরসোনাকুড় গ্রামের বাড়ি থেকে আটক করে। অপরদিকে, বাগেরহাট সদরের একতার খা দিঘির পাড়ে একটি বাড়ি থেকে এসাদুল ফকির (২৪) নামে এক শিবির নেতাকে পুলিশ আটক করে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। সে জেলা ছাত্র শিবিরের দফতর সম্পাদক। রাজশাহী ॥ রাজশাহী থেকে জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধের ডাক দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গীবাদের বিরুদ্ধে বুধবার রাজশাহী নগরীর জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী থেকে তারা এ প্রতিরোধের ডাক দেন। মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, আহসান-উল-হক মাসুদ, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সিরাত উদ্দীন শাহীন প্রমুখ। খুলনা ॥ ‘রুখবো জঙ্গিবাদ গড়বো দেশ, র‌্যাব ফোর্সেস বাংলাদেশ, র‌্যাবকে তথ্য দিন জঙ্গী ধ্বংসে অংশ নিন’ এ ধরনের নানা সেøাগান নিয়ে সামাজিক প্রচারে নেমেছে র‌্যাব-৬ খুলনা। বুধবার বেলা পৌনে ১২টায় নগরীর শিববাড়ী মোড়ে আনুষ্ঠানিকভাবে এ প্রচার শুরু করেন র‌্যাব-৬ খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম। এ কর্মসূচীতে র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য অংশ নেন। তারা সাধারণ মানুষের মধ্যে জঙ্গী ও সন্ত্রাসবাদবিরোধী বিভিন্ন সেøাগান সংবলিত স্টিকার, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। বরিশাল ॥ মহান স্বাধীনতাযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ যেমন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনি আজ বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী প্রতিরোধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি পাড়া, মহল্লার জনসাধারণকে একত্রিত করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কঠোর ভূমিকা পালন করতে হবে। বুধবার সকালে গৌরনদীতে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, জেলা কমান্ড্যান্ট মোঃ কামাল হোসেন। রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জেলায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী প্রচার জোরদার ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে মাধ্যমিক স্কুল ও কলেজে জঙ্গীবাদ, সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করার ঘোষণা দেয়া হয়েছে। বুধবার রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় এই ঘোষণা দেয়া হয়েছে। গাইবান্ধা ॥ জঙ্গী প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধা জেলা উপজেলা সদরে পুলিশ বিশেষ তৎপরতা শুরু করেছে। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে জেলা শহরের প্রধান প্রধান সড়কের ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে লিফলেট বিতরণ এবং সকল যানবাহনে স্টিকার লাগিয়ে দেয়া হয়। স্টিকার ও লিফলেটের সেøাগান ছিল ‘সচেতন হউন, পুলিশকে তথ্য দিন ও নিরাপদ থাকুন।’ লিফলেটে জনগণকে ১২টি বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। রংপুর ॥ রংপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী জনসভা হয়েছে। এতে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গীকে সমর্থন করে না, আশ্রয় ও প্রশ্রয় কোনটাই করে না। রংপুর মহানগর সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবিরোধী কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফির সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের জনসভায় বক্তারা এসব কথা বলেন।
×