ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেতন-ভাতা দাবিতে শ্রমিক অসন্তোষ

প্রকাশিত: ০৪:৪২, ২৮ জুলাই ২০১৬

বেতন-ভাতা দাবিতে শ্রমিক অসন্তোষ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৭ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে এক স্পিনিং মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। বুধবার দুপুরে তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় অবস্থিত নোবেল কটন এ্যান্ড স্পিনিং মিলের শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা যায়। শ্রমিকরা জানান, যাত্রামুড়া এলাকার নোবেল কটন এ্যান্ড স্পিনিং মিলে প্রায় ৬শ’ শ্রমিক কাজ করেন। তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে বলে শ্রমিকরা দাবি করছেন। বেশ কয়েক দিন ধরেই শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছিল। মালিকপক্ষ দেব দিচ্ছি করে ঘোরাচ্ছে। নেত্রকোনায় শিশু ধর্ষিত ॥ ধর্ষক আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৭ জুলাই ॥ পূর্বধলা উপজেলার শেহলা গ্রামে ন’বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের হারুন অর রশিদ (৪৫) তাকে ধর্ষণ করে। ঘটনার পর এলাকাবাসী ওই ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটির মা পাশের গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে প্রতিবেশী হারুন অর রশিদ শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এসে হারুনকে আটক করে পুলিশে খবর দেয়। রাত ১১টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশ পণ্ড স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ডাকা বিক্ষোভ ও সমাবেশ প- হয়ে গেছে। বুধবার শহরের উপকণ্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি কিছুদূর আগানোর পরেই পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচী শেষ করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে কর্মসূচীতে অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আয়েত আলী দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার ও লৌহজং উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাসেল প্রমুখ। সরকারী হলো গোপালপুর কলেজ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৭ জুলাই ॥ অবশেষে টাঙ্গাইলের গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে গোপালপুর কলেজকে জাতীয়করণ করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার একান্ত সচিব সাজ্জাদুুল হাসান এক পত্রের মাধ্যমে শিক্ষা সচিবকে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে আদেশ দেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয় ‘কলেজ জাতীয়করণের তালিকায় ১২নং ক্রমিকে থাকা গোপালপুরের মেহেরুন্নেসা মহিলা কলেজের জাতীয়করণ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। তদস্থলে গোপালপুর কলেজ জাতীয়করণ তালিকা অন্তর্ভুক্ত হলো।’ এদিকে কলেজ জাতীয়করণের খবরে আওয়ামী লীগের নেতকর্মী ও গোপালপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস বয়ে যায়। এ উপলক্ষে বুধবার দুপুরে আনন্দ মিছিল ও সমাবেশ হয়। প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারকে সহায়তা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৭ জুলাই ॥ প্রয়াত আওয়ামী লীগ নেতা মোঃ রেবুল খানের পরিবারকে ৫ লাখ টাকা অর্থ সাহায্য দিয়েছে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল রেবুল খানের স্ত্রী সাথী বেগমের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, দফতর সম্পাদক মোঃ জহিরুল হক, রেবুল খানের বড় ভাই এবং শিশুপুত্র লুৎফর রহমান ও মোঃ নাহিয়ান খান। এ বছরের ৮ ফেব্রুয়ারি ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেবুল খান কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। গাজীপুরের পাঁচ কারখানাকে জরিমানা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে বুধবার গাজীপুরের ওষুধ ও ওয়াশিং কারখানাসহ পাঁচটি কারখানাকে ৩৫ লাখ ২২ হাজার ৫৩৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। পরিবেশ দূষণের দায়ে বুধবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার গাজীপুরের ওয়াশিং ও ওষুধ কারখানাসহ ৫টি কারখানার মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে তিনি গাজীপুরের ডালাস ফ্যাশন লিমিটেডকে ১৫ লাখ ২০ হাজার টাকা, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১২ লাখ ২৮ হাজার টাকা, ক্রসলাইন নীট ফেব্রিক্সকে ৬ লাখ ৯৬ হাজার টাকা, ইন্ডিগো ওয়াশিং লিমিটেডকে ৭৮ হাজার টাকা এবং জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ৫শ’ ৩৪ টাকা ক্ষতিপূরণ ধার্য করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে বুধবার বিকেলে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলোÑ কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মারিয়া (৭) ও একই এলাকার আবুল কালামের মেয়ে তানহা (৮)। কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক জানান, ব্রাহ্মণগাঁও গ্রামের দুই শিশু মারিয়া ও তানহা বাড়িতে খেলা করছিল। খেলা করার এক ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী বিলে গেলে সেখানে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। তাদের ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের বিল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অস্ত্রসহ চার বনদস্যু গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারীর বানিশান্তা গ্রাম থেকে ৪টি একনলা বন্দুক ও ২৩ রাউন্ড বন্দুকের গুলিসহ ৪ বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বিকেলে র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র‌্যাবের একটি বিশেষ দল বনদস্যুবাহিনী প্রধান মনা সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারীর রেখামারী খাল এলাকার সরদারের ছেলে খোকন সরদার (৪০), একই উপজেলার বানিশান্তা গ্রামের আলমগীর ব্যাপারী (৪০), পূর্ব ঢাংমারী রেখামারী খাল এলাকার সাহেব আলী গাজী (৪৩) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কুড়ি গাউনিয়া গ্রামের শহর আলী। ৪শ’ বস্তা ধানসহ ট্রাক জব্দ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়ায় খাদ্য অধিদফতরের ৪শ’ বস্তা ধানসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রতক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১০টায় নওয়াপাড়া বাজারে ধানপট্টি খেয়াঘাটের রাস্তায় সরকারী খাদ্য অধিদফতরের সিলমোহরযুক্ত নতুন ধানের বস্তায় ভরা দুই ট্রাক ধান জনতা আটকে দেয়। এ সময় একটি ট্রাক বেপরোয়া গতিতে যশোর-খুলনা মহাসড়কে উঠে যশোরের দিকে চলে গেলেও জনসাধারণ অপর একটি ট্রাক আটকে দয়। বিদ্যুতস্পৃষ্টে শিশু নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোস্তাকিন নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের মিলবাজার গ্রামে। নিহত শিশু ওই গ্রামের মোমিনুর রহমানের ছেলে।
×