ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ইউনিলিভারের নকলপণ্য উদ্ধার

প্রকাশিত: ০৪:৪১, ২৮ জুলাই ২০১৬

আশুলিয়ায় ইউনিলিভারের নকলপণ্য উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ জুলাই ॥ আশুলিয়ায় বিএসটিআই’র অনুমোদন না নিয়ে পণ্য তৈরি করায় একটি সাবান কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ইউনিলিভারের নকল পণ্যও উদ্ধার করে ধ্বংস করা হয়। বুধবার দুপুরে আনোয়ার জং-আশুলিয়া সড়কের খেজুরবাগান এলাকায় ‘রক্স সোপ এ্যান্ড কসমেটিকস লিমিটেড’ নামক কারখানায় এ অভিযান চালানো হয়। এপিবিএন পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মোরতোজা জানান, রক্স সোপ এ্যান্ড কসমেটিকস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বিএসটিআই’র অনুমোদন না নিয়ে রক্স রিম ও সুপার এক্সেল ডিটারজেন্ট পাউডার তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মতিউল্লাহকে নগদ তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদ- প্রদান করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা। এ সময় জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়। পাঠাগার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ জুলাই ॥ চরভদ্রাসন সরকারী কলেজে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১০টার দিকে ফিতা কেটে পাঠাগারটির উদ্বোধন করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা প্রায়াত আজাহারুল হকের ভাই মোজাহারুল হক মোল্লা। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী ম-ল, উপাধ্যক্ষ আব্দুর রহমান বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাল্যবিয়ের দায়ে জরিমানা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে এক কিশোরীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার মাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কিশোরীর বাবা ও বরযাত্রীরা বিয়ের অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যায়। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত এ দ-াদেশ প্রদান করে। দ-প্রাপ্তের নাম রেহানা বেগম। সে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের কবির হোসেনের স্ত্রী।
×