ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে নির্যাতনে নববধূর মৃত্যু, কেরানীগঞ্জ ও গলাচিপায় দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪০, ২৮ জুলাই ২০১৬

নাটোরে নির্যাতনে নববধূর মৃত্যু, কেরানীগঞ্জ ও গলাচিপায় দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ নাটোরে বাল্যবিয়ের শিকার এক নববধূ স্বামীর নির্যাতনে মারা গেছে। এছাড়া কেরানীগঞ্জ ও গলাচিপায় দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নাটোর ॥ বাল্যবিয়ের তিন মাসের মাথায় নাটোরের গুারুদাসপুরে স্বামীর মারপিট ও পাশবিক নির্যাতনে নাছিমা খাতুন (১৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা উপজেলার মামুদপুর গ্রামের মাছেম ম-লের মেয়ে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, তিন মাস আগে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের খোদাবক্স ম-লের ছেলে স্বপন আলীর সঙ্গে নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মাছেম ম-লের মেয়ে নাছিমা খাতুনের বিয়ে হয়। কেরানীগঞ্জ ॥ বুড়িগঙ্গায় গোসল করতে নেমে পানিতে ডুবে যাওয়া আল আমিনের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীর বাদামতলীঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। গত সোমবার দুপুরে আগানগর ব্রিজঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আল আমিন। আল আমিনের বাবার নাম আলম খান। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলে। তারা সপরিবারে আগানগর এলাকার কাদের মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। গলাচিপা ॥ পটুয়াখালীর চরকাজল ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদের বনাঞ্চল থেকে গলাচিপা পুলিশ বুধবার বেলা তিনটার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। লাশটি সকাল থেকে বনাঞ্চলের গাছের ডালের সঙ্গে পানিতে ভাসছিল। স্থানীয় জেলেরা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বগুড়ায় হত্যা মামলায় একজনের ফাঁসি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হত্যা মামলার রায়ে আবু জিন্নাত হোসেন জুয়েলকে মৃত্যুদ- ও ৫ জনের যাবজ্জীবন কারাদ-াদেশ হয়েছে। দ-প্রাপ্ত অন্যরা হলোÑ সোহেল, সামছুল আলম ওরফে পিন্টু, তোজাম, মেহেদী হাসান ওরফে রানা ও মানিক। যাবজ্জীবন কারাদ-াদেশ প্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দেয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ বুধবার মামলার রায় ঘোষণা করে। জানা যায়, বগুড়া সদরের ডাকুরচক এলাকার মাইক্রোবাস চালক সোহেল রানাকে ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকায় যাওয়ার কথা বলে আসামিরা মাইক্রোবাস ভাড়া নিয়ে যায়। পরের দিন সারিয়াকান্দির ঘুঘুমারি এলাকায় তার লাশ পাওয়া যায়। আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।
×