ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:৪০, ২৮ জুলাই ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুর, শেরপুর, নেত্রকোনা, যশোর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাজীপুর ॥ কালিয়াকৈরে বুধবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম (৩৩)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সন্তোষপুর এলাকার ছাবেদ আলীর ছেলে। সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ মিয়া জানান, বুধবার টাঙ্গাইল থেকে কলাভর্তি একটি পিকআপভ্যান গাজীপুর যাচ্ছিল। শেরপুর ॥ শেরপুরে নবীনগর এলাকায় রাস্তার পাশে উল্টেপড়া একটি ইজিবাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ আওয়াল মিয়া নবীনগর এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে এবং নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণীর ছাত্র। নেত্রকোনা ॥ নেত্রকোনা-মদন সড়কের খাজাঞ্চি এলাকায় বুধবার বিকেলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসলাম উদ্দিন (৬৮) নামে এক যাত্রী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। নিহতের বাড়ি আটপাড়া উপজেলার ছয়াশি গ্রামে। জানা গেছে, বিকেল তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস আটপাড়া উপজেলার খাজাঞ্চি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। যশোর ॥ বাঘারপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে চলে যাওয়ায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর রবিউল ইসলাম খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ ॥ বুধবার সিরাজগঞ্জের তাড়াশ ও এনায়েতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন তাড়াশ উপজেলার ঘরগ্রামের আব্দুল মজিদ (৩৫) ও এনায়েতপুর থানার রূপনাই গ্রামের আব্দুল জলিল। এদিকে এনায়েতপুর থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে এনায়েতপুরের রূপনাই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় একটি রিক্সাভ্যান তাকে চাপা দিলে তিনি ব্রিজ থেকে নিচে পানির মধ্যে পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×