ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর ॥ আওয়ামী লীগের ১৩ নেতার বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ জুলাই ২০১৬

টুকরো খবর ॥ আওয়ামী লীগের ১৩ নেতার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, বাউফল, ২৭ জুলাই ॥ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার পটুয়াখালী দ্রুতবিচার আদালতের বিচারক তারেক শামস বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান মুন্সির দায়ের করা এক মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা গেছে, গত ৮ মার্চ অনুষ্ঠিত বাউফল উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় আদাবাড়িয়া ইউপির স্বেচ্ছাসবক লীগের সভাপতি আশ্রাফ আলীর খুনের ঘটনাকে কেন্দ্র করে সভাকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা চেয়ারম্যান সভাকক্ষ ত্যাগ করে বাইরে এলে ওই এলাকার বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ২১ মার্চ পটুয়াখালী দ্রুতবিচার আদালতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতলেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুকসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৫ শীর্ষ নেতার বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করেন। ওই মামলায় পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা ফরিদ উদ্দিন গত ১৫ মার্চ ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সড়ক অবরোধ, ভাংচুর নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ জুলাই ॥ যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজারের হাতে এক কলেজছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় মেহেরপুরে ঘটে গেছে তুলকালাম কা-। মেহেরপুর সরকারী কলেজের ওই ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও স্থানীয়রা মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াড়াঙ্গা সড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা যানবাহনে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ উত্তেজিত ছাত্রছাত্রীসহ স্থানীয়দের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা ১১টার দিকে সরকারী কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কয়েক ছাত্রছাত্রী অভিযোগ করেন, আমঝুপি বাসস্ট্যান্ড থেকে ওঠা মেহেরপুর সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীর কাছ থেকে হাফভাড়া নেয়া না নেয়া নিয়ে বচসার একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে চলাচলকারী লোকাল বাসের এক সুপারভাইজার। ওই ছাত্রী কলেজে পৌঁছে বিষয়টি বন্ধুদের জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। তারা কলেজের সামনে মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াড়াঙ্গা সড়ক অবরোধ করলে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয়রা। বিক্ষুব্ধরা সড়ক দুটি আধাঘণ্টা অবরোধ করে রাখে এবং বেশ কয়েকটি যানবাহনে ব্যাপক ভাংচুর চালায়। খাল খননের নামে লুটপাট স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সাউদেরখাল পুনঃখননের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কথিত একটি সমিতির নাম ব্যবহার করে দুই কর্মকর্তা নামেমাত্র খাল খনন করে পুরো বিল উত্তোলন করে নিয়েছেন। তড়িঘড়ি করে নামেমাত্র খননকৃত খালে মাছ চাষের কথা বলা হলেও গত এক মাসে ওই সমিতির কাউকেই এ খালে মাছ চাষ করতে দেখা যায়নি। উল্টো খাল পুনঃখননের নামে স্থানীয়দের ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে বার্থী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান প্যাদা জানান, খাল পুনঃখননের কথা শুনে তিনি উল্লেখিতদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, সরকারীভাবে খালে মাছ চাষের জন্য খাল পুনঃখনন করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা তাদের ঢাকা থেকে পাঠিয়েছেন। পরবর্তীতে সাত দিনের মধ্যে নামেমাত্র খাল খননের পর রাতের আঁধারে একটি সাইনবোর্ড ঝুঁলিয়ে লাপাত্তা হয়ে গেছেন। অপহৃত ইমাম উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ জুলাই ॥ মাগুরায় চাঁদার দাবিতে এক ইমামকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাত ১১টার দিকে অপহৃতকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরার সহকারী পুলিশ সুপার সাকের্ল-এর নেতৃত্বে শালিখা থানা পুলিশ এ উদ্ধার অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার কাটাখালী এলাকা থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের বিল্লাল হোসেন নামে এক মসজিদের ইমামকে ধরে নিয়ে যায় কয়েক যুবক। পরে তাকে মারধর করে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছে ১০ হাজার টাকা চাদা দাবি করে তারা। ঘটনার পরপর রাত ৯টার দিকে শালিখা থানায় মৌখিক অভিযোগ করেন অপহৃত ইমামের স্বজনরা। পুলিশ প্রথমে মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। দুই কারখানা সিল স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে দুটি পশু খাদ্য তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা আদায় ও প্রায় ৩৩ হাজার কেজি ভেজাল পশু খাদ্য ধ্বংস করা হয়েছে। বুধবার গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান, উপজেলার মেম্বারবাড়ি এলাকায় আশা এগ্রো লিমিটেড নামক একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ওই কারখানায় মেয়াদ উত্তীর্ণ পশু খাদ্য রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় এবং ৩৩ টন ভেজাল পশু খাদ্য ধ্বংস করে দেয়া হয়। পরে পার্শ্ববর্তী নলজানি গ্রামে বাংলাদেশ কৃষি ফিড লিমিটেড নামক অপর একটি পশু খাদ্য তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ওই কারখানায় পশু খাদ্য উৎপাদনে প্রাণিসম্পদ অধিদফতরের অনুমোদন না থাকা এবং খাদ্যের মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি না থাকায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওই দুটি কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। অপহৃত ছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাভারের হেমায়েতপুর আলমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চারদিন পর মঙ্গলবার রাতে গৌরনদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মিলনকে আটক করা হয়। ওইদিন রাতেই উদ্ধার হওয়া অপহৃতা ও অপহরণকারীকে সাভার থানায় প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, হেমায়েতপুর এলাকার ব্যবসায়ী হাজী মোঃ মামুনের সপ্তম শ্রেণীতে পড়ুয়া কন্যা মেহেরুন নেছা ও তাদের বাসার ভাড়াটিয়া নুরী আক্তারকে (৯) শনিবার সকালে কৌশলে অপহরণ করে আলমনগর মাধ্যমিক বিদ্যালয়ের বাসচালক মিলন। প্রথমে অপহৃতাদের মিলন ঢাকার একটি বাসায় আটকে রাখে। সেখানে বসে কৌশলে মেহেরুন মোবাইল ফোনের মাধ্যমে অপহরণের বিষয়টি তার বাবাকে জানায়। এ ঘটনায় সাভার থানায় অপহরণ মামলা দায়েরের পর পুলিশ সোমবার রাতে ওই বাসায় অভিযান চালায়। পুলিশের অভিযানের পূর্বেই অপহরণকারী মিলন মেহেরুনকে নিয়ে ওই বাসা থেকে অন্যত্র চলে যায়। পুলিশের অভিযানে ওই বাসা থেকে অপহৃতা শিশু নুরী আক্তারকে উদ্ধার করা হয়। আওয়ামী লীগ নেতার বাসায় হামলা নিজস্ব সংবাদদাতা জামালপুর, ২৭ জুলাই ॥ আওয়ামী লীগ, সদর উপজেলা শাখার সহসভাপতি, রফিকুল ইসলাম মনুর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ। বুধবার ভোর রাতে নান্দিনার অদূরে খড়খড়িয়া গ্রামস্থ মনুর নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। এ নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। অভিযোগে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য, রানাগাছা ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুক আদহামের নেতৃত্বে একটি গ্রুপ বুধবার ভোরে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মনুর বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলায় মনুর বাসভবনের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে। মনু ও তার পরিবারকে প্রাণানাশের হুমকি দেয়াসহ অশ্লীল ভাষায় গালাগাল এবং মনুর ছোট ছেলে সঞ্চয়কে মারধর করে ফারুক আদহাম ঘটনাস্থলে একটি রামদা ফেলে রেখেই চলে যায়। বাগদা রেণু জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা,২৭ জুলাই ॥ ভোলা থেকে যাত্রীবাহী বাসে নিষিদ্ধ বাগদা রেণু পাচার হওয়ার সময় পুলিশ জব্ধ করেছে। বুধবার সকালে ভোলা ইলিশা বাসস্ট্যান্ড এলাকা থেকে অর্ধলক্ষাধিক টাকার প্রায় ১০ হাজার বাগদা চিংড়ি রেণু জব্দ করে।
×