ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে অরক্ষিত ১০ রেলক্রসিং

প্রকাশিত: ০৪:৩৮, ২৮ জুলাই ২০১৬

যশোরে অরক্ষিত ১০ রেলক্রসিং

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার শানতলা থেকে বারোবাজার পর্যন্ত অন্তত দশটি স্থানে রেল ক্রসিংয় অরক্ষিত অবস্থায় আছে। এ সব জায়গা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। গেটম্যান না থাকায় প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। ঢাকা-রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান থেকে খুলনাগামী ট্রেনগুলোর চলাচলের একমাত্র পথ বারোবাজার-বারীনগর-চুড়ামনকাটি-খয়েরতলা-যশোর হয়ে খুলনা। এর ভেতরে যশোর সেনানিবাস এলাকার শানতলা থেকে বারোবাজার পর্যন্ত অন্তত দশটি স্থানের রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে মানুষকে। স্থানগুলো হলো, শানতলা হয়ে খিতিবদিয়া গ্রামের ভেতর দিয়ে যশোর বোট ক্লাব বিনোদন কেন্দ্রের প্রবেশের গেট। প্রতিদিন এ গেট দিয়ে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ ও নানা ধরনের শত শত যানবাহন চলে। গত বছর এখানে ট্রেনর ধাক্কায় নিহত হয় এক যুবক। চুড়ামনকাটি বাজার থেকে মেহেরুল্লাহ স্টেশনের পাশ দিয়ে যাওয়া রেল ক্রসিং ব্যবহার করে ছাতিয়ানতলা, বাগডাঙ্গা, ঝাউদিয়া, নলডাঙ্গা, চান্দুটিয়াসহ আশপাশের গ্রামের মানুষ। ব্যস্ততম এ ক্রসিং অরক্ষিত থাকায় বেশ কয়েকবার রেল দুর্ঘটনায় এখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। চুড়ামনকাটি উত্তরপাড়া আর পোলতাডাঙ্গা গ্রামের মাঝামাঝি ক্রসিংটি এলাকাবাসীর কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যে এ জায়গার আশপাশ থেকে ট্রেনে কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া এই রেল লাইনের বিভিন্ন স্থানে রয়েছে একাধিক মানুষের পায়ে হাঁটা পথ। যেখানে ঘটে দুর্ঘটনা। সাতমাইল বারীনগর বাজারের ওপর দিয়ে যাওয়া ক্রসিংয়ে গত বছর ঘটে মারাত্মক দুর্ঘটনা। বিয়ের একটি মাইক্রোবাস গুঁড়িয়ে দেয় ট্রেন। বর-বধূসহ প্রাণ যায় অনেকের। দেশসেরা জেলা প্রশাসক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন। জনস্বার্থ সংরক্ষণ, জনসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা যায়। তবে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে তাঁর সেরা নির্বাচিত হওয়ার ঘোষণাটি এখনও প্রকাশ করা হয়নি। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ জুলাই ॥ গাইবান্ধার পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীকে “রফিকুল ইসলাম খোকা” শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম। ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুম রফিকুল ইসলাম খোকার সহধর্মিণী হাসিনা মুরশীদ।
×