ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিধবা ঘুরছেন দ্বারে দ্বারে

ফিবছর বন্দোবস্ত জমি চাষ করলেও ধান কাটে জোতদার

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ জুলাই ২০১৬

ফিবছর বন্দোবস্ত জমি চাষ করলেও ধান কাটে জোতদার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ জুলাই ॥ ভূমিহীন বিধবা জহুরা খাতুনকে সরকারের দেয়া খাস জমির ওপর নজর পড়েছে একটি প্রভাবশালী মহলের। ফি-বছর জহুরা চাষাবাদ করলেও ধান কেটে নেয় প্রভাবশালী ওই মহল। বর্তমানে বিধবা এ মানুষটি ভূমি বন্দোবস্তের সকল দলিলসহ কাগজপত্র নিয়ে ঘুরছেন দ্বারে দ্বারে। এক চিলতে জমি পেলেও তা আবাদ করে ফসল ঘরে তুলতে পারছেন না জহুরা। তিনি এখন দুচোখে অন্ধকার দেখছেন। সংবাদকর্মীদের কাছে এসে জহুরা কান্না জুড়ে দেন। জানান, চালিতাবুনিয়া মৌজার ৪২৩ নম্বর খতিয়ানের ৮০৩ ও ৮০৪ নম্বর দাগ থেকে এক একর কৃষি খাস জমি তাকে বন্দোবস্ত দেয়া হয়। যার বন্দোবস্ত কেস নম্বর ১০৩ কে/২০০০-০১। ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে দলিল করে দেয় , দলিল নম্বর ১০১৫। বন্দোবস্ত পেয়ে সন্তানদের নিয়ে জমিটুকু আবাদ করে দু’বেলা দু’মুঠো খেয়ে জীবন পার করার স্বপ্নে ছিলেন বিভোর। কিন্তু এ স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উল্টো এ জমির দখল কিংবা ফসল ঠেকাতে আরও ধার- দেনায় কাহিল হয়ে পড়েছেন। জহুরা জানান, একই এলাকার প্রভাবশালী কেফায়েত উল্লাহ মুন্সি, ফারুক, নসা হাওলাদারসহ সাত জন তার জমির ধান কাটাসহ জবরদখলের সঙ্গে জড়িত রয়েছে। জহুরা খাতুন আরও জানান, ভূমি অফিস থেকে জমি বুঝিয়ে দেয়ার পরে স্থানীয়দের সহায়তায় ২০১৪ সালে ভোজন ধান চাষ করেন। কিন্তু কেফায়েত উল্লাহ মুন্সিকে বর্গা চাষ করতে না দেয়ায় ২৮ নবেম্বর ২০১১ সালে তার জমির ধান কেটে নেয়। এমনকি কেফায়েত মুন্সী ও তার দলবল ধান কাটার সময় বাধা দেয়ায় জহুরা খাতুনকে মারধরও করেছে। জহুরা বেগম এখন পড়েছেন চরম দুরবস্থার মধ্যে। ওই জোতদাররা জমির কাছে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জহুরার অভিযোগ। কেফায়েত উল্লাহকে ফোন করলে সংবাদকর্মী শুনে লাইন কেটে দেন। কোন কথা বলতে রাজি হননি। হিমু হত্যা মামলার রায় পেছাল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিচারক ছুটিতে থাকায় পেছাল চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায়। চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ বৃহস্পতিবার এ মামলার রায় দেয়ার কথা ছিল। প্রায় চার বছর আগে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল হিমুকে। সন্তান হত্যার সুবিচার পেতে অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী প্রবীর মজুমদার ও তার স্ত্রী গোপা মজুমদার।
×