ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাব

বর্তমান কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ বহাল

প্রকাশিত: ০৪:৩৪, ২৮ জুলাই ২০১৬

বর্তমান কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটির কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করে দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ফলে শফিকুর রহমান-কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বর্তমান কমিটির কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বুধবার প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম বন্ধসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সোমবার একই বেঞ্চ এর আপীলের বিষয়ে আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ (রি-কল) পুনরায় শুনানি করে বুধবার আদেশ দেন। আদালতের শুনানিতে বর্তমান কমিটির পক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে আগের কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের পক্ষে ছিলেন সাবেক এ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও মোহাম্মদ সালেহউদ্দিন। আদেশের পর ডেপুটি এ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল সাংবাদিকেদের বলেন, চেম্বার বিচারপতি দেয়া স্থগিতাদেশ বহাল রেখে ‘রি-কল’ আবেদনটি (প্রত্যাহার) নিষ্পত্তি করে দিয়েছে আপীল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল খারিজ (ডিসচার্জ) করে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে শফিকুর রহমান নেতৃত্বাধীন কমিটি যথারীতি কার্যক্রম চালিয়ে যেতে পারবে। জাতীয় প্রেসক্লাবের নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে ২০১৫ সালের ২৮ মে এক সাধারণ সভায় আওয়ামী লীগ সমর্থক সাংবাদিক ও বিএনপি সমর্থক সাংবাদিকদের একাংশ মিলে ১৭ সদস্যের একটি ‘সমঝোতার’ কমিটি গঠন করে বলে অভিযোগ ওঠে। কমিটিতে আওয়ামী লীগ সমর্থক মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং বিএনপি সমর্থক কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এর আগের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ওই কমিটির সাত সদস্যের কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন। ওই আবেদন গত বছরের ২২ জুলাই নিষ্পত্তি না করে নথিভুক্ত করা হয়। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছর আগস্টে হাইকোর্টে (সিভিল রিভিশন) আবেদন করেন আবদাল আহমেদ। ওই আবেদনের শুনানি শেষে ২০১৫ সালের ৬ আগস্ট হাইকোর্টের একটি একক বেঞ্চ নতুন কমিটির কার্যক্রমের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি রুল জারি করেন। নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ওই দিন রাতেই চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন বর্তমান কমিটির সভাপতি শফিকুর রহমান। পরে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেয়া ওই আদেশ স্থগিত করে দেন। এরপর থেকে বর্তমান কমিটি কার্যক্রম পরিচালনা করে আসছে।
×