ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনা সুদের ঋণে ১০ শতাংশ সুদ আরোপ

প্রকাশিত: ০৪:৩০, ২৮ জুলাই ২০১৬

বিনা সুদের ঋণে ১০ শতাংশ সুদ আরোপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফ্রান্সভিত্তিক দাতা সংস্থা এএফপির প্রতিশ্রুত পাঁচ কোটি ইউরো সহজশর্তে বিতরণের দাবি জানিয়েছে রফতানিমুখী পোশাক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সূত্র জানায়, দেশের পোশাক খাতের উন্নয়নে ফ্রান্স উন্নয়ন সংস্থা (এএফডি) পাঁচ কোটি ইউরো ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুত এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশের বেশি। প্রায় বিনা সুদে আসা ঋণে বাড়তি সুদ আরোপ করায় হতাশ উদ্যোক্তারা। এ ঋণের সুদের হার ৫ শতাংশের মধ্যে রাখতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি চিঠি দিয়েছে বিকেএমইএ। সংগঠনের সভাপতি একেএম সেলিম ওসমানের লেখা চিঠিতে বলা হয়েছে, কাঠামোগত পরিবর্তন, পরিবর্ধন ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে অনেক পোশাক কারখানা গ্রীন ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে। রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রেতাদের বড় দুই জোট এ্যাকর্ড ও এ্যালায়েন্স পোশাক প্রস্তুতকারক অনেক কারখানা পরিদর্শন করেছে। পরিদর্শনের আলোকে সমস্যাগ্রস্ত কারখানার জন্য সংশোধনী কর্মপরিকল্পনা দেয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে ক্রেতা ও সহযোগী প্রতিষ্ঠান থেকে ঋণ দেয়ার প্রতিশ্রুতি রয়েছে। এ প্রতিশ্রুতির আলোকে বিশ্বব্যাংকের সহায়ক সংস্থা আইএফসি ঋণ বিতরণ করলেও এএফডি কোন অর্থ দেয়নি। তবে সংস্থাটির বোর্ড সভা পাঁচ কোটি ইউরো ঋণ সহায়তা অনুমোদন করেছে। এ ঋণের সুদের হার ৫ শতাংশের মধ্যে রাখার অনুরোধ জানান বিকেএমইএ সভাপতি। এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘দাতা সংস্থার প্রায় বিনা সুদের ঋণ উদ্যোক্তাদের কাছে বিতরণ করা হচ্ছে ১০ শতাংশের বেশি সুদে।
×