ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদীচীর দেশব্যাপী ‘জঙ্গীবাদবিরোধী সপ্তাহ’ শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৪:০৮, ২৮ জুলাই ২০১৬

উদীচীর দেশব্যাপী ‘জঙ্গীবাদবিরোধী সপ্তাহ’ শেষ হচ্ছে আজ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত দেশব্যাপী ‘জঙ্গীবাদবিরোধী সপ্তাহ’ আজ শেষ হচ্ছে। জঙ্গীবাদবিরোধী সপ্তাহের সমাপনী দিন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে এ সমাবেশে অংশ নেবেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র-যুব-পেশাজীবী বিভিন্ন সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। থাকবে জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে গান, কবিতা, নাচ ও নাটক। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া জঙ্গীবাদবিরোধী এ কর্মসূচীর অংশ হিসেবে উদীচীর প্রতিটি জেলা শাখা ও নিজ নিজ এলাকায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে। পালিত হয় জনসচেতনতামূলক নানা কর্মসূচী। উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত শাখাগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জঙ্গীবাদবিরোধী অনুষ্ঠান আয়োজন করে। এদিকে গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গী হামলা এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় দেশ আজ এক অভূবপূর্ব সঙ্কটের সম্মুখীন হয়েছে। গুলশান ও শোলাকিয়ার ঘটনা সেইসব ঘটনারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী।
×