ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কঞ্জুস’ নাটকের বিশেষ প্রদর্শনী কাল

প্রকাশিত: ০৪:০৭, ২৮ জুলাই ২০১৬

‘কঞ্জুস’ নাটকের বিশেষ প্রদর্শনী কাল

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত স্কুল ‘অমরজ্যোতি’র আর্থিক সহায়তায় নাট্য সংগঠন লোক নাট্যদল তাদের জনপ্রিয় প্রযোজনা ‘কঞ্জুস’ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। ফরাসী নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। ‘কঞ্জুস’ পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনধারার ওপর রূপান্তরিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবদুল্লাহ আল হারুন, কামরুন নূর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, নূরুল ইসলাম খান রতন, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবু তাহের লিটন আকাশ, সুধাংশু নাথ প্রমুখ। নাটকের পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনায় জিএম সিরাজুল হোসেন, আবহ সঙ্গীত অভিজিৎ চৌধুরী ও মঞ্চ ব্যবস্থাপনা আব্দুল আউয়াল খান। জানা যায় অলাভজনক সংস্থা ডিআরআরএ পরিচালিত ‘অমরজ্যোতি বিশেষায়িত স্কুল’ ঢাকা মহানগরীর বাড্ডা বস্তি এলাকায় অবস্থিত, যেখানে অত্যন্ত নিম্ন আয়ের অতিদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশু-কিশোররা বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। অটিস্টিক, সেরিব্রাল পল্সি, ডাউন’স সিনড্রম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা এ স্কুল থেকে সেবা পেয়ে থাকে। ‘অমরজ্যোতি’ স্কুল এসব প্রতিবন্ধী শিশুকে তাদের প্রতিবন্ধিতার ধরন ও প্রকৃতি উপযোগী সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা ও পুনর্বাসন সেবা প্রদান করে। এসব সেবার ফলে দরিদ্র প্রতিবন্ধী শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। অমরজ্যোতি স্কুলে প্রতিবন্ধী শিশুরা প্রাক-স্কুল শিক্ষা, স্বাস্থ্য পুনর্বাসন, পুষ্টিযুক্ত খাবার, উপযোগী এবং টেকসই প্রাথমিক ও কারিগরি শিক্ষা পেয়ে থাকে। এসব সেবা দিতে প্রচুর খরচ, যা অতিদরিদ্র পিতা-মাতার পক্ষে বহন করা সম্ভব নয়। বর্তমানে তহবিল স্বল্পতায় দরিদ্র প্রতিবন্ধী শিশুদের এ স্কুল চালানো কঠিন হয়ে পড়েছে। ওই প্রতিবন্ধী শিশুদের জন্য নিবেদিত স্কুলের আর্থিক সহায়তায় দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল তাদের সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। দরিদ্র প্রতিবন্ধী শিশুদের সহায়তায় এ মানবিক উদ্যোগে দর্শক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক ও নাট্যকর্মীদের এগিয়ে আসার জন্য লোক নাট্যদলের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
×