ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাহমিনা মিলি

অভিনয়ে নতুন ডাইমেনশন

প্রকাশিত: ০৪:০৫, ২৮ জুলাই ২০১৬

অভিনয়ে নতুন ডাইমেনশন

আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘ব্যাড মমস’ ছবিটি। লেডি কমেডি ধাঁচের এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউডের সাড়া জাগানো জনপ্রিয় অভিনেত্রী মিলা কুনিস। এমি মিচেল নামে এক গৃহবধূর চরিত্রে তাকে দেখা যাবে এ ছবিতে। গল্পে দেখা যায়, এমি ঘরে বাইরে নিজেকে একজন সফল নারী ভাবেন। ভাল স্বামী পেয়েছেন, ছেলেমেয়েরাও পড়াশোনায় ভাল করছে, সুখের সংসার, কর্মজীবনেও সফল তিনি। তবে পারিবারিক এবং কর্মজীবনের দায়িত্বের নানা চাপে সর্বক্ষণ তাকে পিষ্ট হতে হয়। সব দিক রক্ষা করতে গিয়ে বেসামাল হয়ে যেতে হয়। এক সময় সব ছেড়েছুড়ে বন্ধনহীন দায়িত্বহীন জীবনযাপনে উৎসাহী হয়ে পড়েন। এ সময় তার মতো একই সমস্যায় বিপর্যস্ত আরও দুই নারী এসে যুক্ত হন। বন্ধনহীন উদ্দাম জীবনযাপন করতে গিয়ে তিন নারীই বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হন। ব্যাড মমস ছবির গল্প আবর্তিত হয়েছে তিন গৃহবধূর বিচিত্র সব অভিজ্ঞতার আলোকে। কমেডি ধাঁচের এ ছবিটি হলিউড তারকা অভিনেত্রী মিলা কুনিসের ক্যারিয়ারে নতুন চমক হয়ে আসছে। ৩২ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেত্রী কিশোরী বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ক্যারিয়ার শুরু বিজ্ঞাপনের মডেল এবং টিভি সিরিজে অভিনয় দিয়ে । কিশোরী বয়সে মিলা জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর কয়েকটি এপিসোডে অভিনয় করেছিলেন। এ্যাঞ্জেলিন জোলি অভিনীত সাড়া জাগানো ‘জিয়া’ ছবিতে নায়িকার ছোটবেলার চরিত্রে তাকে দেখা গেছে। মিলা কুনিসের পুরো নাম মিলেনা মারকোভনা মিলা কুনিস। তার জন্ম ইউক্রেনে ১৯৯১ সালে যখন তার বয়স ৭ পুরো পরিবার ইউক্রেন ছেড়ে আমেরিকার লসএ্যাঞ্জেলসে পাড়ি জমান। বাবা ছিলেন ইঞ্জিনিয়ার আর মা ফিজিক্সের টিচার। ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যত গড়বে আশায় আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন বাবা-মা। শুরুতে পরিবারটির কষ্ট হলেও এক সময়ে মানিয়ে নেন নতুন পরিবেশে। তখনকার অবস্থার বিবরণ দিতে গিয়ে মিলা কুনিস বলেন, ‘স্কুলে প্রথম যেদিন গিয়েছিলাম আমি একবর্ণ ইংরেজী বলতে পারতাম না, কিছুই বুঝতাম না, ক্লাসের অন্য ছেলেমেয়েদের সঙ্গে কোন কথা বলতে পারতাম না, আমি ছিলাম অন্ধ এবং বধিরের মতো।’ স্কুল জীবন থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে অভিনয়ের ক্লাসে নিয়মিত অংশ নিতেন। দেখতে সুন্দরী হওয়ায় অনেকের চোখে পড়ে গিয়েছিলেন। এভাবেই কয়েকটি টিভি সিরিজে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। ১৫ বছর বয়সে সবার চোখে পড়ার মতো রোলে প্রথম অভিনয়ের সুযোগ চলে আসে। টিভি সিরিজ ‘দ্যাট সেভেনটিজ শো’ মিলাকে পরিচিতি এনে দিয়েছিল। তখন অ্যানিমেটেড সিরিজ ‘ফ্যামিলি গাই’-এ কণ্ঠ দিতেও দেখা গেছে তাকে। ২০০৮ সালে রোমান্টিক কমেডি ড্রামা ধাঁচের সিনেমা ‘ফরগেটিং সারাহ মার্শাল’ মিলা কুনিসকে বড় পর্দার তারকা হিসেবে পরিচিত করে। এরপর ২০০৯ সালে আরেকটি কমেডি সিনেমা ‘এক্সট্রাক্ট’-এ তাকে দেখা যায়। যাতে বেন এ্যাফ্লেক এবং জেসন কুটিসানের সঙ্গে অভিনয় করেন মিলা। প্রায় একই সময়ে এ্যাকশন থ্রিলার মুভি ‘ম্যাক্স পাইন’-এ অভিনয়ের সুবাদে তার জনপ্রিয়তার পরিধি আরও বেড়ে যায়। এরপর ‘দ্য বুক অব এলি’, ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘টেড’, ‘ব্ল্যাক সোয়ান’ ‘টার’, ‘ওজ’ দ্য গ্রেট এ্যান্ড পাওয়ারফুল’, ‘ব্লাড’, টাইজ’, ‘দ্য এ্যাংগ্রিয়েস্ট ম্যান ইন ব্রুকলিন’-এর মতো আলোচিত এবং বক্স অফিসে সফল ছবিগুলোতে দেখা গেছে মিলা কুনিসকে। এর মধ্যে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে নাটালি পোর্টম্যানের সঙ্গে নায়িকার চরিত্রে তার দুর্দান্ত অভিনয় মিলা কুনিসকে সুঅভিনেত্রীর স্বীকৃতি এনে দিয়েছে। এ ছবিতে তিনি একজন ব্যালে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেন। গত বছর তার অভিনীত সায়েন্স ফিকশন ফিল্ম ‘জুপিটার এসেন্ডিং’ মুক্তি পেয়েছে। ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ ছবিতে জাস্টিন টিম্বারলেকের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। ব্যক্তি জীবনে এক কন্যার জননী। বর্তমানে আবার সন্তানসম্ভবা বলে জানা গেছে। ‘দ্যাট সেভেনটিজ শো’ টিভি সিরিজের সহশিল্পী অভিনেতা এ্যাস্টন কুচারের সঙ্গে প্রেম করছেন অনেক দিন থেকে। গত বছর তারা বিয়ে করেছেন। তবে তার আগের বছর ২০১৪ সালে প্রথম সন্তানের মা হয়েছিলেন মিলা কুনিস। এবার ‘ব্যাড মমস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে পারিবারিক গল্পে অভিনয়ের নতুন ডাইমেনশন নিয়ে আসছেন তিনি।
×