ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপারস্টার রজনী

প্রকাশিত: ০৪:০৫, ২৮ জুলাই ২০১৬

সুপারস্টার রজনী

মানুষ এক আশ্চর্যজনক বিচিত্র প্রাণী। পৃথিবীর অন্য সব প্রাণী থেকে আলাদা জীবন চেতনা তার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যকটা মানুষ ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সঙ্গে জীবন অতিবাহিত করে। সব সম্ভবের প্রাণী বলেও নিজেরা নিজেদের দাবি করে। বহুক্ষেত্রে ঘটেও তাই অনেক অসম্ভব ঘটনা খুবই সম্ভবর হয়ে যায় মানুষের পক্ষে। তাই তো কালে কালে মানবকুলে জন্মেছে চিরঞ্জীব ব্যক্তিসত্তা। চলচ্চিত্রের বেলাতেও তাই। রাতারাতি কেউই খ্যাতি অর্জন করতে পারে না। এই যেমন, একদিন বাস-কন্ডাক্টর হিসেবে জীবন শুরু করে আজ জীবন্ত কিংবদন্তি সুপারস্টার রজনীকান্ত। ভারতীয় দক্ষিণের চলচ্চিত্র তথা সমগ্র বলিউডের অতীউজ্জ্বল নক্ষত্র তিনি। তাঁর চলচ্চিত্র মানেই ব্রেকিং নিউজ এবং ছবির আবডেট কোটি ভক্তের আগ্রহের বিষয়। দীর্ঘ ক্যারিয়ারে এই ইমেজ তিনি তৈরি করেছেন। কখনও রোবট, কখনও শিবাজী রাও, লিংঙ্গা কিংবা সাম্প্রতিক সব সংবাদের আলোচনা পেছনে ফেলে ‘কাবালি’ । দীর্ঘ সময় ধরে দর্শকদের তছনছ করে আসছেন তিনি। এবার কাবালি দিয়ে পুরো দেশ-মহাদেশ তছনছ করছেন। উদাহরন হিসেবে বলা যায় নিজ রাজ্যে বিশেষ সরকারী ছুটি, কিংবা র‌্যাফল ড্রর উইনিং পুরস্কার তার সিনেমার টিকেট কিংবা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সারা রাত না ঘুমিয়ে টিকেটের জন্য অপেক্ষা। সিনেমার মুক্তি উপলক্ষে কেউ কেউ আবার বিমান ভাড়া করে উড়ে আসছে ভিন্ন দেশ থেকে। এ সবই এখন কাবালির অঙ্গসজ্জা। মুক্তির আগে এবং পরে সব আলোচনার শীর্ষে তিনি এবং তার কাবালি। গত ২২ জুলাই ভারত এবং বিদেশ মিলে ১৭ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে এই আলোচিত চলচ্চিত্র। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোন সিনেমা এত সংখ্যক হলে মুক্তি পেল। সব মিলে বোঝা যাচ্ছে এক চলচ্চিত্র দিয়ে কিভাবে দর্শকদের রাত দিন এক করে ফেললেন এই সুপারস্টার। সে এবং তার চলচ্চিত্র অনেকটা বিজলীর মতো পলকেই ঝলসে যায় দর্শক হৃদয়। নিজের প্রতি আস্থা টিকে থাকার অদম্য সংগ্রাম আজ শিবাজি রাও গায়কোয়াড়কে সুপারস্টার রাজনীকান্তে পরিণত করেছে। জীবনের সব রং-রূপ দেখে আজ তিনি সব খবরের শিরোনাম। মানুষ হিসেবে এটা সত্যই অসাধারন। অসম্ভবও বলা যেতে পারে! তার কোটি কোটি ভক্ত-দর্শক ৬৫ বছর বয়সের মানুষটিকে আজও নায়কের বাইরে চিন্তা করে না। তিনি নায়ক, আমৃত্যু এই চরিত্রে তাকে অভিনয় করতে হবে! হয়ত এটাই তার ভক্তদের অবুঝ আবেদন। অপরাজিতা ডেস্ক
×