ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপালী আলোয় আইরিন

প্রকাশিত: ০৪:০৩, ২৮ জুলাই ২০১৬

রূপালী আলোয় আইরিন

সম্প্রতি চলচ্চিত্রপাড়ায় আলোচনা-সমালোচনায় আছেন আইরিন সুলতানা। ২০১৩ ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আরেফিন শুভ এর বিপরীতে অভিনয় করে রাতারাতি চমক দেখিয়েছেন র‌্যাম্প মডেল এই তারকা। এরপর ‘ইউটার্ন’ ও ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে কাজ করে কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এরইমধ্যে সুযোগ হয়েছে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’-র মতো রোমান্টিক চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলীকের ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে কাজ করার। আগামী ১২ আগস্ট ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তরুণ এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন বেলাল মুনতাসির। ‘এক পৃথিবী প্রেম’ একটি ব্যতিক্রম ধাঁচের রোমান্টিক চলচ্চিত্র। চলচ্চিত্রে তার চরিত্রটির নাম আলো। এক কথায় বলতে গেলে মেয়েটি অনাথ। ছোটবেলা থেকে একটা বৃদ্ধাশ্রমে বড় হয়। বৃদ্ধাশ্রমকে ঘিরেই তার বিচরণ। একপর্যায়ে তার জীবনে প্রেম হয়। না, কোন গতানুগতিক প্রেম নয়। কেমন প্রেম তা বুঝতে হলে চলচ্চিত্রটিই দেখতে হবে। শুধু প্রেমিক-প্রেমিকা না, বাবা-মায়ের সঙ্গে সন্তানের ভালবাসা এবং সন্তানের সঙ্গে বাবা-মায়ের ভালবাসা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। ভালবাসার একটি ভিন্নরকম ব্যাখ্যা ফুটে উঠবে ছবিটিতে। আইরিন জানান, ‘ছবির ‘আলো’-র চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে আমার চরিত্রের এরকদমই মিল নেই। ‘আলো’ চরিত্র আর আমি সম্পূর্ণ আলাদা। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। একজন শিল্পীর বিভিন্ন চরিত্রে অভিনয় করাটা সৌভাগ্যের। সে দৃষ্টিকোণ থেকে এটা আমার জন্য বড় পাওয়া। পরিচালক অলীক ভাই ও পুরো টিম আমাকে সাহায্য করেছে। বার বার ভুল করলেও শুধরে দিয়েছে। তাই এইরকম ভিন্ন চরিত্রে হলেও অভিনয় করতে কোন সমস্যাই আঁচ করিনি। এক পৃথিবী প্রেমকে কেন্দ্র করে রীতিমতো উচ্ছ্বাসিত আইরিন। প্রথম থেকে শুরু করে আজ অবদি উৎফুল্ল অনুভূতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্মাতা এস এ হক অলীকের কাছ থেকে ছবিটিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন একরকম কাকতালীয়ভাবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আরেকটি ছবির শূটিং করছিলাম। কি কারণে যেন ভাইয়া সেখানে এসেছিলেন। অনেকক্ষণ ছিলেন। আমার সঙ্গে পরিচয় হলো, কথা হলো। একপর্যায়ে আমাকে বলে ফেললেন, ‘তুমি আমার ছবিতে কাজ করবে?’ এটা আমার জন্য সত্যিই সারপ্রাইজ ছিল।’ এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন আইরিন। কিন্তু এই চলচ্চিত্রে পেয়েছেন ভিন্ন কিছু। প্রথমত, ভিন্ন ধরনের গল্প। গল্পটি তার বেশ পছন্দ হয়েছে। দ্বিতীয়ত, জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলীক। তৃতীয়ত, এটিএম শামসুজ্জামান, হাসান ইমাম, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত এবং শর্মিলী আহমেদ এর মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার সৌভাগ্য। এস এ হক অলীকের অন্যান্য চলচ্চিত্রের মতোই এ ছবিতেও আছে কিছু চমৎকার গান। ‘গানগুলো শ্রুতিমধুর। যে কেউ শুনলেই গুনগুন করে গাইতে থাকবে।’ গান সম্পর্কে এই মন্তব্য করে ফেললেন আইরিন। প্রথমবারের মতো ছবিটিতে নতুন-মুখ আসিফ নূর জুটি বেঁধেছেন আইরিনের সঙ্গে। তার সম্পর্কে আইরিন বলেন, ‘বিচারের দায়িত্ব দর্শকদের। তবে আমি বলব, ছবিতে আমাদের মধ্যকার রসায়ন দর্শক ভালভাবেই গ্রহণ করবে।’ তাদের এই রসায়ন দেখতেই ছবিটি মুক্তির অপেক্ষায় দর্শক। তবে মুক্তি উপলক্ষে প্রচারণায় কোথায় কোথায় যাচ্ছেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিকল্পনা চলছে, খুব ভালভাবে ক্যাম্পেইনিং করে দর্শক পর্যন্ত পৌঁছানোর। ‘এক পৃথিবী প্রেম’ এর কাজ তো কবেই শেষ। দর্শকদের আরও চমক দিতে কাজ করেই চলেছেন তিনি। এখন ব্যস্ত আছেন আরেকটি ছবির ডাবিং নিয়ে। এছাড়াও সমাপ্তির পথে আছে সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ এবং আকাশ আচার্য পরিচালিত ‘মায়াবিনী’ চলচ্চিত্র। এবার ভবিষ্যত প্রসঙ্গ। ভবিষ্যতে সব ধরনের সিনেমায় কাজ করাতে আগ্রহী এই তরুণ নায়িকা। সিনেমা মানেই বড়পর্দা। এখানে কোন প্রকার শ্রেণীবিভাগ করতে নারাজ তিনি। এখানকার সময় সবাই টলিউডের দিকে ঝুঁকছে। আপনার ঝোঁক কোন দিকে? এমন প্রশ্নের জবাবে চমকে দিয়ে তিনি বলেন, ‘আমার গড়ে উঠা বাংলাদেশেই। এখানে রীতিমতো কাজ করতে চাই। শুধু টলিউড নয়, সুযোগ পেলে পৃথিবীর যে কোন সিনেমায় কাজ করতে প্রস্তুত। তবে ভাল গল্প আর অনুকূল পরিবেশের ব্যাপার তো আছেই।’ তাই প্রতিনিয়ত নিজেকে গড়ে নেয়ার চেষ্টা তার অবিরাম। বহুদিন থেকে ভাবছেন ফিল্ম এ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করবেন। কিন্তু এখনও হয়ে উঠেনি। খুব শীঘ্রই শুরু করবে হয়ত। তিনি ভাবেন, নিজেকে দক্ষ আর শক্তিশালী অভিনয় শিল্পী হিসেবে পরিচয় দিতে একাডেমিক ও হাতে কলমে শেখারও প্রয়োজন আছে।
×