ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:০৩, ২৮ জুলাই ২০১৬

অন্যরকম

সোলারে সমাধান নয় সম্প্রতি সোলার ইম্পালস বিমান বিশ্ব পরিভ্রমণ সম্পন্ন করেছে। মিশনটির প্রধান লক্ষ্য ছিল জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা। তবে গবেষকরা বলছেন, বিমান উড্ডয়নের ক্ষেত্রে সৌরশক্তি কোন বিকল্প হতে পারে না। শুক্রবার ট্রান্সপোর্টেশন রিসার্চ সাময়িকীতে এ মন্তব্য প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, বাস্তব কারণেই বাণিজ্যিক উদ্দেশ্যে সৌরশক্তি ব্যবহার সম্ভব নয়। ২০৫০ সালের মধ্যে আকাশপথে যাত্রী পরিবহন তিনগুণ বাড়বে। সোলারশক্তি ব্যবহার করে এ চাহিদা পূরণ সম্ভব নয়। -টেক টাইম কোয়ালা প্রশিক্ষণ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রচুর কোয়ালা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করতে কোয়ালাগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। কুইন্সল্যান্ডের গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষকরা এখন কোয়ালাদের এমনভাবে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন যেন তারা ট্রাফিক চিহ্নগুলো বুঝে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। ওই ইউনিভার্সিটির গবেষক প্রফেসর জোনস বলছেন, ‘আমরা এমনভাবে কোয়ালাদের প্রশিক্ষিত করছি যেন রাস্তায় গাড়ি থাকা অবস্থায় প্রাণীগুলো রাস্তা পার হওয়ার চেষ্টা না করে।’ -এবিসি প্রাচীন পুরাকীর্তির সন্ধান ইসরাইলের উত্তরাঞ্চলীয় তেল হাৎজোরে চার হাজার বছরের পুরনো পুরাকীর্তির অংশবিশেষ পাওয়া গেছে। ৪৫দ্ধ৪০ সেন্টিমিটার আকারের পুরনো ভাস্কর্যের খ-াংশটি একটি পুরুষের পায়ের আকৃতিসদৃশ। জেরুজালেম ইউনিভার্সিটির আমনোন বেন তোর জানিয়েছেন, তেল হাৎজোর এলাকাটি প্রতœসম্পদে সমৃদ্ধ একটি এলাকা। বিশেষ করে বাইবেলে উল্লিখিত জেশুর রাজবংশের শাসনামলের অনেক নিদর্শন এখানে-সেখানে ছড়িয়ে রয়েছে। -সিএনএন
×