ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌরিতানিয়ায় আরব শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনী পররাষ্ট্রমন্ত্রী

ব্যালফোর ঘোষণার জন্য ব্রিটেনের বিরুদ্ধে মামলা করবে ফিলিস্তিন

প্রকাশিত: ০৪:০১, ২৮ জুলাই ২০১৬

ব্যালফোর ঘোষণার জন্য ব্রিটেনের বিরুদ্ধে মামলা করবে ফিলিস্তিন

১৯১৭ সালে ব্যালফোর ঘোষণার জন্য ফিলিস্তিনীরা ব্রিটেনের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে। ব্যালফোর ঘোষণা বলেই তদান্তীন লীগ অব নেশনস ১৯২২ সালে যুক্তরাজ্যকে ফিলিস্তিনের ব্যাপারে ম্যান্ডেট প্রদান করে। ফিলিস্তিনীরা ১৯১৭ সালে ব্যালফোর ঘোষণা প্রকাশের কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করতে সহায়তা প্রদানের জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি সোমবার মৌরিতায়িায় আরব লীগের শীর্ষ সম্মেলনের এ আহ্বান জানান। ইসরাইলের চ্যানেল টু নিউজ জানায়, ফিলিস্তিনী পররাষ্ট্রমন্ত্রী বলেন : ব্যালফোর ঘোষণার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করতে আমাদের সহায়তা করুন। কারণ এই ঘোষণার পরই ইউরোপ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ইহুদী ফিলিস্তিনে আসে। এর ফলে ফিলিস্তিনী জনগণের অধিকার হয় ভূলুষ্ঠিত। খবর হারেৎজ অনলাইনের। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস ব্যালফোর বিশিষ্ট ইহুদি নেতা লর্ড ওয়াল্টার রথচাইল্ডের কাছে লেখা চিঠিতে ব্যালফোর ঘোষণার কথা জানান। এই চিঠিতে ব্যালফোর জানান, ব্রিটেন ফিলিস্তিনে ইহুদী সম্প্রদায়ের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় সহায়তা করবে। সুইজারল্যান্ডের বাসেলে ১৮৯৭ সালে প্রথম ইহুদীবাদী সম্মেলনে ইহুদীদের আবাসভূমি প্রতিষ্ঠার যে পরিকল্পনা করা হয় ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় ব্যালফোর ঘোষণার মধ্য দিয়ে ২০ বছর পর সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। ফিলিস্তিনী পররাষ্ট্রমন্ত্রী মৌরিতানিয়ায় আরব লীগের শীর্ষ সম্মেলনে বলেন, ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর থেকে আমাদের জনগণের ওপর ইসরাইলীরা যে অপরাধমূলক কর্মকা- চালিয়েছে এবং ১৯৪৮ সালে ও এরপর ইহুদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার সব দায়দায়িত্ব যুক্তরাজ্যের ওপর বর্তায়। ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার একদিন পূর্বে ইসরাইল স্বাধীনতা ঘোষণা করে। ফের গোমাংস গুজব, প্ল্যাটফর্মে ফেলে দুই মুসলিম নারীকে পিটুনি আবার গোমাংসের গুজব। ভারতের মধ্যপ্রদেশে গোমাংস রাখার অপরাধে দুই নারীকে প্রকাশ্যে মারধর করে একদল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভুপাল থেকে ৩৫০ কিমি দূরত্বে মন্ডসৌর এলাকার এক স্টেশন চত্বরে। যখন দুই নারীকে বেধড়ক পেটানো হচ্ছিল, সেই সময় সেখানে উপস্থিত জনতা সেই ঘটনাটিকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিল। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। তবে গণপ্রহারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বদলে আক্রান্ত দুই নারীকেই গ্রেফতার করেছে পুলিশ। খবর ওয়েবসাইটের। দুই নারী প্রচুর পরিমাণ গোমাংস বিক্রি করতে ট্রেন ধরতে গিয়েছেন বলে পুলিশ জানতে পারে। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে দুই মুসলিম নারীকে মন্ডসৌর স্টেশন থেকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। গোমাংস বহন করার অভিযোগে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়েছে জানতে পেরেই এক দল লোক অতিসক্রিয় হয়ে ওঠেন।
×