ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সিনেটে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সংলাপ নয়

প্রকাশিত: ০৪:০১, ২৮ জুলাই ২০১৬

বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সংলাপ নয়

কাশ্মীর ও পাকিস্তানের প্রতি ভারতের বৈরী আচরণের কারণে বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ সম্ভব নয়, বলেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর ডন অনলাইনের। প্রতিরক্ষামন্ত্রী সোমবার সিনেটের প্রতিরক্ষা কমিটির অধিবেশনে বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপের সৌহার্দ্যপূর্ণ প্রক্রিয়ায় বাধা হচ্ছে কাশ্মীর ও পাকিস্তানের প্রতি ভারতের বৈরী আচরণ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ কাশ্মীরের ওপর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বিবৃতির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে আগে বলেছেন, কাশ্মীরের ভবিষ্যতের ওপর রায় দিতে পারবে একমাত্র কাশ্মীরী জনগণ। সুষমা স্বরাজ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অবশ্য উপলব্ধি করতে হবে যে, কাশ্মীর কখনো পাকিস্তানের অংশ হতে পারে না। ভারতীয় মন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, দেশটি এ উপত্যকাকে এক সক্রিয় নরকে পরিণত করার উদ্দেশ্যে জাতিসংঘ আখ্যায়িত হাফিজ সাঈদের মতো সন্ত্রাসী ও কুখ্যাত লোকদের সহায়তায় জঙ্গীদের সহযোগিতা করছে। সিনেট প্রতিরক্ষা কমিটিতে সোমবার অবহিত করা হয়, পাক-আফগান সীমান্তে প্রধান যাতায়াত পথ তোরখামে নতুন সীমান্ত প্রবেশ পথ ১ আগস্ট খুলে দেয়া হবে। প্রতিরক্ষাবিষয়ক অতিরিক্ত সচিব আবিদ নাজির বলেছেন, এ নতুন গেট কমপ্লেক্সে এফআইএস, শুল্ক ও অন্যান্য নিরাপত্তা অফিস থাকবে এবং এমন সংক্রান্ত যথাযথ কাগজপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, এ প্রবেশ পথে সারাক্ষণ নজরদারির ব্যবস্থা থাকবে এবং সীমান্তে দ্বিগুণ তারের বেড়া ও গেট কমপ্লেক্স অবৈধ যাতায়াত নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েক দিনের বিচ্ছিন্ন লড়াইয়ের পর তোরখামে অস্ত্র বিরতিতে আনুষ্ঠানকিভাবে সম্মত হয়েছে দুদেশ। লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর ১ কর্মকর্তা নিহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতি হয়েছে আফগান পক্ষেও। দু’পক্ষের মধ্যে অস্ত্র বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তোরখাম গেটের নির্মাণ কাজ শুরু হয়।
×