ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ই-মেইল ফাঁস

ট্রাম্পকে সহায়তা করতে চায় রাশিয়া ॥ ওবামা

প্রকাশিত: ০৪:০০, ২৮ জুলাই ২০১৬

ট্রাম্পকে সহায়তা করতে চায় রাশিয়া ॥ ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এটি সম্ভব যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া অযাচিত হস্তক্ষেপের চেষ্টা করতে পারে। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ইমেইল ফাঁসের জন্য বিশ্লেষকরা রুশ হ্যাকারদের দায়ী করার পর ওবামা এ কথা বললেন। রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করাই রাশিয়ার সম্ভাব্য উদ্দেশ্য বলে ইঙ্গিত দিয়েছেন ওবামা। খবর টেলিগ্রাফ ও ওয়াশিংটন পোস্টের। রাশিয়া কি ৮ নবেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে ওবামা বলেছেন, যে কোন কিছুই সম্ভব। সাক্ষাতকারটি মঙ্গলবার সম্প্রচারিত হয়েছে। ওবামা বলেন, ডিএনসির ১৯ হাজারের বেশি ইমেইল ফাঁসের ঘটনার তদন্ত করছে এফবিআই। শুক্রবার ফাঁস হওয়া এই ই-মেইলে দেখা গেছে, বাছাইপর্বের নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটিক পার্টির কর্মকর্তারা একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারসের চেয়ে হিলারি ক্লিনটনের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। এ ঘটনার পর চাপের মুখে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের আগের দিন রবিবার ডিএনসি চেয়ারম্যান ডেবি ওয়াসারম্যান শুল্জ পদত্যাগ করেন। ওবামা আরও বলেন, আমি জানি, এই হ্যাকের ঘটনায় রুশদের দায়ী করছে বিশ্লেষকরা। আমরা নিশ্চিতভাবে জানি যে, রুশ হ্যাকাররা শুধু আমাদের সরকারী সিস্টেমে নয়, ব্যক্তিগত সিস্টেমেও হামলা করছে। তিনি আরও বলেন, কোন উদ্দেশ্যে এই মেইলগুলো ফাঁস করা হয়েছে, তার সবই জানি। কিন্তু আমি তা সরাসরি বলতে পারছি না। আমরা এটিও জানি যে, ট্রাম্প বারবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা করেছেন। দলের তথ্য হ্যাক করা রুশ সরকারের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই হ্যাকের উদ্দেশ্য একটি সম্ভাবনার ইঙ্গিত দেয় যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের চেষ্ট করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে মঙ্গলবার ফিলাডেলফিয়ায় দলীয় এক সম্মেলনে মনোনয়ন পেয়ে হিলারি ইতিহাস সৃষ্টি করেছেন। দেশটির ইতিহাসে তিনিই হলেন প্রধান কোন রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। আগামী নবেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ট্রাম্পের সঙ্গে লড়বেন হিলারি। ট্রাম্প প্রায়ই পুতিনকে একজন ‘শক্তিশালী নেতা’ বলে প্রায়ই প্রশংসা করে থাকেন। ট্রাম্প গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন যে, তিনি যদি প্রেসিডেন্ট হন এবং যদি ন্যাটোভুক্ত বাল্টিক দেশগুলো রাশিয়ার হামলার শিকার হয়, তাহলে হয়ত তিনি ওই দেশগুলো সমর্থন করবেন না। দেশগুলো এক সময় সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন রাশিয়ার অংশ ছিল। ওবামা সাক্ষাতকারে বলেছেন, আমার মনে হয় ট্রাম্প রাশিয়ার ব্যাপক সমর্থন পেয়েছেন। ট্রাম্পের প্রচার শিবির থেকে এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে এবং পুতিনের সঙ্গে ট্রাম্পের কোন ধরনের সম্পর্ক না থাকার ওপরই জোর দেয়া হয়েছে। এছাড়া ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন।
×