ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীফ রুহুল আমীন

জঙ্গীবাদ দূর করতে...

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ জুলাই ২০১৬

জঙ্গীবাদ দূর করতে...

আমাদের এ দেশটি আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। এ রক্ত আমরা কেন দিয়েছিলাম? এ দেশকে ভালবেসেছিলাম বলেই দেশের জন্য রক্ত দিয়েছিলাম। ভালবাসার জন্য শুধু মানুষ নয়, জগতের সকল প্রাণীই ত্যাগ স্বীকার করে থাকে। অত বড় যে হিংস্র প্রাণী সিংহ, সেও তার সন্তানকে ভালবাসে, অপত্য স্নেহে লালন করে তার শাবককে। আমরা ছোটবেলায় পড়েছি প্রভুভক্ত কুকুরের প্রভুর প্রতি ভালবাসা। এসব গল্প ছোটবেলায় পড়ে আমাদের মনে তখন মানুষ ও প্রাণীর প্রতি ভালবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত হতো। আজকালকার পাঠ্যসূচীতে এ ধরনের পড়ার বিষয় হারিয়ে যাচ্ছে। তার পরিবর্তে রাজনৈতিক নেতা-নেতৃবৃন্দকে হিরো হিসেবে তুলে ধরার ব্যাপক প্রয়াস লক্ষ্য করা যায়। কিন্তু আমাদের ছেলেমেয়েরা পাঠ্যপুস্তকের নেতা-নেতৃবৃন্দের সঙ্গে বাস্তবের নেতাদের মেলাতে গিয়ে হোঁচট খায়। সমাজ, দেশ ও মানুষের প্রতি ভালবাসা যখন জাগ্রত থাকে না তখনই জন্ম নেয় হিংসা, দ্বেষ, পরশ্রীকাতরতা, প্রতিশোধস্পৃহা ও জঙ্গীপনা। সমাজের ও রাষ্ট্রের যারা মাথা, সরকার ও বিরোধী দল তথা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ভেতর যখন পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও হানাহানি এবং দেশপ্রেমের মেকি বুলি কপচানো দেখে তখন সাধারণ মানুষের ভেতর কাক্সিক্ষত মানের দেশপ্রেম আশা করা যায় না। এতদসত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক ভালবাসা ও কর্তব্যবোধ পরিলক্ষিত হয়। সেটা আমাদের জন্য সৌভাগ্য। দুঃখের বিষয়, সেই সৌভাগ্যের জন্য আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির কোন ভূমিকা নেই। জঙ্গীবাদ এখন বিশ্ব নেটওয়ার্ক গড়ে তুলেছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ এত স্বল্প পরিসরে সম্ভব নয়। তবে আজকের তরুণ সমাজকে জঙ্গীবাদ ও সন্ত্রাস থেকে রক্ষা করতে হলে দরকার রাজনৈতিক নেতৃবৃন্দের সত্যিকার দেশপ্রেম, ভালবাসা ও জাতীয়তাবোধ, জাতীয় ঐক্য। সেই সঙ্গে জাতি, ধর্ম, মত, পথ নির্বিশেষে ভালবাসাবোধ জাগিয়ে তোলা, ধর্মীয় সহনশীলতার উদাহরণ তাদের সামনে তুলে ধরার কোন বিকল্প নেই। শুধু তাত্ত্বিক কথায়, সেøাগানে, কেতাবি আইন আর র‌্যাব পুলিশ দিয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ দূর করার চিন্তা করা বোকামি বৈ কিছুই নয়। আমি যখন দেখব, আমার মন্ত্রী মহাশয়, আমার নেতা মানুষকে ভালবাসার ক্ষেত্রে নিরপেক্ষ; নেতা যেই দলেরই হোক না কেন তিনি দেশের সকল মানুষকে দলীয় পরিচয়ের উর্ধে উঠে ভালবাসছেন, হিংসা-বিদ্বেষ নেই তার কাজে ও কথায়Ñ তখন আমার ভেতর অবশ্যই একটা আদর্শবোধ জাগ্রত হবে। তখন মানুষের ভেতর পারস্পরিক স্নেহ ভালবাসা ও শ্রদ্ধাবোধের উন্মেষ ঘটবে। সন্ত্রাস আর জঙ্গীবাদ হালে পানি পাবে না। শেরেবাংলা নগর, ঢাকা থেকে
×