ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে

প্রকাশিত: ২২:০৭, ২৭ জুলাই ২০১৬

রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে

স্টাফ রিপোর্টার॥ রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য মতে, চলতি মাসের ২৩ দিনেই ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মারা গেছেন ৪জন। তবে, ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতি বছর সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ভাইরাসবাহী এডিস ইজিপ্টাই মশার প্রজনন বেশি হয়। তাই এ সময়ে এ ধরনের মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে যায়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য মতে, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৩০জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে চলতি মাসের ২৩ দিনেই ২০৬ জন রোগী ভর্তি হন। ডেঙ্গু ভাইরাসবাহী মশা বাসা-বাড়ির অন্ধকার কোনা, ফুলের টব, টায়ার, ভাঙা হাড়িসহ এ ধরনের জিনিসপত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয়। তাই বাড়ি-ঘর ও এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস ইজিপ্টাই মশা কোন ব্যক্তিকে কামড়ানোর ৪ থেকে ৬ দিনের মধ্যে ডেঙ্গু জ্বর হতে পারে। সাধারণ চিকিৎসাতেই এ রোগ ভালো হলেও বিশেষ ক্ষেত্রে রোগীকে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতি বছর ১শ'টি দেশে প্রায় ৫কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। তবে, সচেতনতা ও রোগীর সঠিক পরিচর্যার মাধ্যমে সহজেই সম্ভব এ রোগ মোকাবেলা করা।
×