ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর?

প্রকাশিত: ২০:৩৭, ২৭ জুলাই ২০১৬

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর?

অনলাইন ডেস্ক॥ সোফায় বসে উচ্চতায় মনিবদেরও ছাড়িয়ে গিয়েছিল কুকুরটি। গ্রেট ডেইন নামের কুকুরটি শিগগিরই হয়তো বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর হিসেবে পুরস্কারের মুকুটটিও মাথায় পরতে যাচ্ছে। তিন বছর বয়সী পোষা কুকুরটি লম্বায় ৭ ফুট আর ওজনে প্রায় ৭৭ কেজি। কুকুরটির মালিক দম্পতি ব্রিটেনের সাউথ ওয়েলস এর বাসিন্দা ব্রায়ান ও জুলি উইলিয়াম বলেন, তাকে দেখে হয়তো খুবই হিংস্র মনে হয়। কিন্তু সে একটি ক্ষুদ্র মাছিকেও আঘাত করে না। এতোটাই দয়ালু সে। লোকে তার সঙ্গে খেলা করে। আর বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ করে কুকুরটি। দৈত্যাকায় কুকুরটি প্রতিদিন ২২ ঘন্টা করে ঘুমায়। আর প্রধানত মুরগি ও ভাতের সংমিশ্রণে তৈরি বিশেষ খাবার খায়।মি. ও মিসেস উইলিয়াম এখন গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর কর্মকর্তাদের অপেক্ষায় আছেন, কুকুরটিকে তারা বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের খেতাব দেন কিনা। গিনেস কর্মকর্তারা এরকম আরো দুইটি কুকুরকে দেখতে যাওয়ার পর তাদের কুকুরটিও দেখতে যাবেন। আর এরপরই নতুন রেকর্ডধারী কুকুরটির নাম ঘোষণা করা হবে। এর আগের বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরটির নাম “জায়ান্ট জর্জ”। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে নিজ বাড়িতে তিন বছর আগে ওই কুকুরটির মৃত্যু হয়। থাবা থেকে ঘাড় পর্যন্ত জর্জের উচ্চতা ছিল ৪৩ ইঞ্চি, আর ওজন ছিল ১০৮ কেজি। সূত্র: ডেইলি মেইল
×