ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটপাথ ছেড়ে দিতে হবে পথচারীদের ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৫১, ২৭ জুলাই ২০১৬

ফুটপাথ ছেড়ে দিতে হবে পথচারীদের ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চার লেন রাস্তা নির্মাণের আগেই অর্ধেক দখল হয়ে যায়। ফুটপাথের মালিক পথচারী, ফুটপাথ তার মালিকের জন্য ছেড়ে দিতে হবে। ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেট্রোরেল, সেতু নির্মাণ করা কোন চ্যালেঞ্জ নয়। শুধু এসব করে সড়কের দুর্ঘটনা দূর করা যাবে না। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বেঁচে থাকা পর্যন্ত সর্বশক্তি দিয়ে সড়কের শৃঙ্খলার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের সনদ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) অনুষ্ঠানের আয়োজন করে। সড়ক দুর্ঘটনারোধ ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সবাইকে এজন্য এক সঙ্গে কাজ করতে হবে। সড়কের দুর্ঘটনারোধে শিক্ষিত চালক দরকার, তাদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ করার প্রতিও জোর দেয়ার কথা বলেন তিনি। ড্রাইভিং প্রশিক্ষণ দিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নিসচা ড্রাইভিং ও মেকানিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের জন্য সরকারের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেয়ার অঙ্গীকার করেন ওবায়দুল কাদের। নারীদের জন্য আরেকটি বাস দিলেন সেতুমন্ত্রী ॥ মতিঝিল শাপলা চত্বর থেকে মিরপুর এক নম্বর পর্যন্ত নারীদের জন্য বুধবার থেকে আরেকটি বিআরটিসি বাস চালু হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন। এছাড়া সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে পরিবহনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটিতে একজন নারী সাংবাদিক প্রতিনিধির নাম সংযুক্ত করেন।
×