ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবি’র ১২ শিক্ষার্থী

প্রকাশিত: ০৮:৫০, ২৭ জুলাই ২০১৬

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবি’র ১২ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১২ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কারের অর্থ চেক ও সার্টিফিকেট শিক্ষার্থীদের হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মনিরা বেগম, নুজায়রা তারান্নুম, মালিহা তাবাসসুম, তানজিনা তানিন, আলী আহসান, ইমরান হোসেন, মোঃ আশরাফুল গনি, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, মোঃ জাহিদ-ই-হাসান, বাপ্পী কুমার পাল ও শামীমা সুলতানা। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে অবশ্যই সৎ, দেশপ্রেমিক এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।
×