ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শপথ নেয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য অধিবেশনে যোগ দিলেন

প্রকাশিত: ০৮:৪৮, ২৭ জুলাই ২০১৬

শপথ নেয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য অধিবেশনে যোগ দিলেন

সংসদ রিপোর্টার ॥ শপথ নিয়েই জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন ময়মনসিংহ-১ ও ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জুয়েল আরেং ও নাজিম উদ্দিন আহমেদ। এ সময় ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদ পরিচালনা করছিলেন। তিনি এ দু’জনকে কথা বলার জন্য ফ্লোর দিলে তাঁরা জনগণের জন্য কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসেবার সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানান। এর আগে জাতীয় সংসদ ভবনে স্পীকারের দফতরে তাঁদের শপথ বাক্য পাঠ করান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় ডেপুটি স্পীকার ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, চীফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, মোঃ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
×