ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গলাকেটে ও ছুরিকাঘাতে দুই গৃহবধূকে হত্যা

প্রকাশিত: ০৮:৪১, ২৭ জুলাই ২০১৬

রাজধানীতে গলাকেটে ও ছুরিকাঘাতে দুই গৃহবধূকে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচরে দুই নারীকে গলাকেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে ডেমরায় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ডেমরার দোলাইরপাড় কবরস্থান রোডের একটি টিনশেড বাড়ি থেকে পলি আক্তার (২৭) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। যাত্রাবাড়ী থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, দুর্বৃত্তরা পলির পা বেঁধে গলাকেটে হত্যা করেছে। তার দুই পায়ে জখমের চিহ্ন রয়েছে। এদিকে, কামরাঙ্গীরচরে স্বামীর ছুরিতে হামিদা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কামরাঙ্গীর চর থানার পরিদর্শক (তদন্ত) এসএম জোবায়ের জানান, পারিবারিক কলহের জেরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুর মাঠ তেলের পাম্পের পাশের টিনশেড বাড়িতে নাছির হোসেন তার স্ত্রীকে ছুরি মারে। প্রতিবেশীরা হামিদাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নাছির পলাতক রয়েছে। পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় করিম জুট মিলের ভেতরে পুকুরের পানিতে ডুবে রেজাউল করিম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ডেমরা জোনের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, সোমবার সন্ধ্যার দিকে রেজাউল পানিতে ডুবে যান।
×