ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পল্লী বিদ্যুতের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের শতভাগ পে স্কেল কেন নয়

প্রকাশিত: ০৮:৩৮, ২৭ জুলাই ২০১৬

পল্লী বিদ্যুতের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের শতভাগ পে স্কেল কেন নয়

স্টাফ রিপোর্টার ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ও কর্মকর্তাদের সরকার ঘোষিত শতভাগ পে স্কেল (বেতন কাঠামো) বাস্তবায়নের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন কর্মচারীকে বদলি না করার নির্দেশও দিয়েছে আদালত। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মঙ্গলবার রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার সঙ্গে ছিলেন এ্যাডভোকেট মতিলাল বেপারী। গত ২৮ জুন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্মচারীদের বিষয়ে পে স্কেল ঘোষণা করে। তবে ঘোষিত ওই পে স্কেলে বৈষম্য দেখা যায়। এটি দেখে পরবর্তীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীদের পক্ষ থেকে পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান তারিকুল ইসলাম ও সোহেল রানা গত ২১ জুলাই হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
×