ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমপিওভুক্তি নিয়ে এমপিদের ক্ষোভ

প্রকাশিত: ০৮:০৫, ২৭ জুলাই ২০১৬

এমপিওভুক্তি নিয়ে এমপিদের ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে আবারও সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। তাঁরা সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরপর্বে একের পর এক প্রশ্ন করে কিভাবে এমপিওভুক্তির কাজ শুরু হবে তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন। জবাবে অনেকটাই অসহায়ত্ত প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমার কোন জবাব নেই। তবে এটুকু বলতে পারি, একটা বিকল্পের অপেক্ষায় আছি। এর মাধ্যমে দ্রুতই এমপিওবুক্তি শুরু করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। মঙ্গলবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই প্রশ্নোত্তরের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। এ সময় সম্পূরক প্রশ্নের সুযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সরকারী দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন। এর আগে একই বিষয়ে সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক ও মনিরুল ইসলাম।
×