ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির আহ্বান

প্রকাশিত: ০৮:০৫, ২৭ জুলাই ২০১৬

বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির আহ্বান

কূটনৈতিক রিপোর্টার ॥ জঙ্গী ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে বাংলাদেশ ভারতের অন্যতম অংশীদার বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বর্তমান ভারতের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা কৌশল এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক’-শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার। এতে এনডিসির কমানড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জঙ্গী ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ লক্ষ্যে দুই দেশের সামরিক, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, জঙ্গী ও সন্ত্রাসবাদ আমাদের সমাজের জন্য একটি বড় ঝুঁকি এবং সন্ত্রাসীদের উদ্দেশ্য ইতিবাচক উন্নয়নকে বাধাগ্রস্ত করা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে থাকার এবং যেকোন ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান শ্রিংলা। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। গোয়ায় ১৫-১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রিকস-বিমসটেক সম্মেলন।
×