ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪১, ২৭ জুলাই ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. হযরত খাদিজা (রা) কাকে প্রিয়নবীর সঙ্গে সিরিয়ায় পাঠিয়েছিলেন? ক) মাইসারাকে খ) যায়েদকে গ) রাওয়াহাকে ঘ) উৎবাকে ২. জিহাদ ও সন্ত্রাসবাদ পরস্পর- ক) সমার্থক খ) বিপরীত গ) উদ্দেশ্য অভিন্ন ঘ) নিকটতম অর্থবোধক ৩. কীসের মূল কাঠামো এক ও অভিন্ন? ক) তাওহিদের খ) দীনের গ) কালিমার ঘ) ইমানের ৪. কৃৎসিত কামনাকে উত্তেজিত করে- ক) মার্জিত বেশভূষা খ) ইসলামী পোশাক গ) অশালীণ বেশভূষা ঘ) মার্জিত আচার-আচরণ ৫. সুন্দর জীবন ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য দরকার- ক) আখলাকে যামিমাহ পরিত্যাগ করা খ) আখলাকে হামিদাহ অনুযায়ী জীবন চালানো গ) রাসুলের চরিত্রের পূর্ণাঙ্গ অনুসরণ ঘ) উপরের সবগুলো ৬. ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না।’ কোন গ্রন্থ থেকে সংকলিত? ক) বুখারি খ) মুসলিম গ) ইবনে মাযা ঘ) আবু দাউদ ৭. কী করলে মানুষ ব্যর্থ ও হতাশ হয়ে যায়? ক) শিরক খ) নিফাক গ) কুফর ঘ) কুফর ও নাফরমানি ৮. যে ঘটনা ও অবস্থাকে কেন্দ্র করে আয়াত ও সূরা নাযিল হয়েছে তাকে সে আয়াত বা সূরার কী বলা হয়? ক) ঘটনাবলি খ) শানেনুযুল গ) প্রেক্ষাপট ঘ) কারণ ৯. ‘নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।’ আয়াতটি কোন সূরার? ক) সূরা আল বাকারা খ) আত্-তাওবা গ) আল-হুজুরাত ঘ) সূরা না’বা ১০. অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা কী? ক) স্থল ব্যয় খ) মিতব্যয় গ) স্বল্প ব্যয় ঘ) অপরিমিত ব্যয় ১১. ইজমার ওপর আমল করার বিধান কী? ক) ফরয খ) সুন্নাত গ) ওয়াজিব ঘ) মুস্তাহাব ১২. ইমানের সর্বপ্রধান বিষয় হচ্ছে- র. আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রর. নবী-রাসূলগণের প্রতি বিশ্বাস ররর. একত্ববাদের প্রতি বিশ্বাস নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) র ঘ) ররর ১৩. আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? ক) কিয়ামতের পর থেকে খ) মৃত্যুর পর থেকে গ) কবরে দাফন করার পর থেকে ঘ) হাশরের দিন থেকে ১৪. ‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই’- এটি কোন সূরার আয়াত? ক) বাকারা খ) নিসা গ) তাওবা ঘ) হুজরাত ১৫. ইমানের সাথে কার ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান? ক) ইসলামের খ) মুমিনের গ) আলিমের ঘ) ইমামের ১৬. সুদ কোন ভাষার শব্দ? ক) আরবি খ) ফারসি গ) উর্দু ঘ) মালয় ১৭. কারা ইসলাম ও মুসলিমদের জঘন্য শত্রু? ক) কাফির খ) মুনাফিক গ) মুশরিক ঘ) ইয়াহুদি ১৮. আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য কী? ক) এক ও অদ্বিতীয় খ) অদৃশ্যমান গ) প্রশংসার অধিকারী ঘ) গুণের আধার ১৯. আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী - এটি কোন সুরার আয়াত? ক) সুরা মুনাফিকুন খ) সুরা বাকারা গ) সুরা শুরা ঘ) সুরা আনআম ২০. ‘যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই’- একথা কোথায় বলা হয়েছে? ক) হাদিসে খ) তাফসীর ইবনে মাযাহ-এ গ) ফিকহুল ইসলামিতে ঘ) কুরআনে সঠিক উত্তর : ১. (ক) ২. (খ) ৩. (খ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (ঘ) ৮. (খ) ৯. (গ) ১০. (খ) ১১. (গ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ক)
×