ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিচেস্টার ছেড়ে চেলসিতে কান্তে

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ জুলাই ২০১৬

লিচেস্টার ছেড়ে চেলসিতে কান্তে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ক্লাবকে ইতিহাসের প্রথম লীগ শিরোপা উপহার দেয় ক্লদিও রানিয়েরির শিষ্যরা। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিচেস্টার সিটির এনগোলো কান্তে। মৌসুম শেষের পর থেকেই গুঞ্জন ছিল দলকে চ্যাম্পিয়ন করার পরই লিচেস্টার সিটি ছাড়তে পারেন তিনি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার চেলসিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ৩২ মিলিয়ন পাউন্ডের (৩৮ মিলিয়ন ইউরো, ৪২ মিলিয়ন ডলার) বিনিময়ে লিচেস্টার থেকে চেলসিতে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী কান্তে। এর আগে মার্সেই থেকে মিচি বাটশুয়াইকে দলে ভেড়ায় চেলসি। বাটশুয়াইয়ের পর এটাই চেলসির দ্বিতীয় বড় চুক্তি। কান্তের এই দল বদলকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন এবারের লীগে চেলসির নতুন কোচ এন্তনিও কন্তে। এ প্রসঙ্গে সাবেক ইতালির এই অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি একটি কথাই বলব যে কান্তের দিকে আমার আগে থেকেই দৃষ্টি ছিল। এ কারণেই আমি দারুণ খুশি। সে একজন চমৎকার খেলোয়াড়। তার কৌশল, স্ট্যামিনা দুর্দান্ত। এই ধরনের খেলোয়াড় আমি খুব পছন্দ করি। একটি দলকে জেতাতে হলে এই ধরনের খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে আমরা দলের উন্নতিতে একযোগে কাজ করব। আমাদের সামনে এর বিকল্প নেই। তবে আবেগ নয় নিজেদের লক্ষ্য পূরণেই এখন সচেষ্ট হতে হবে।’ চেলসির মতো ক্লাবে যোগ দিতে পেরে এনগোলো কান্তেও দারুণ খুশি। যেন দীর্ঘদিন ধরেই দেখে আসা স্বপ্নটা বাস্ততার মুখ দেখল তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউরোপের অন্যতম বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার জন্য এটা স্বপ্ন বাস্তবে হওয়ার মতোই ঘটনা। কোচ হিসেবে কন্তে অসাধারণ, তার অধীনে বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলেছেন। আর তার মতো কোচের অধীনে কাজ করার সুযোগটাও আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইংলিশ ফুটবলে আমার প্রথম পর্বটা বেশ ভালই কেটেছে। আশা করি এখন চেলসির খেলোয়াড় হিসেবে অর্জনের খাতাটা আরও সমৃদ্ধ হবে। ক্লাবের সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য কিছুতেই তর সইছে না আমার। আশা করি তাদের সঙ্গে ক্লাবের সাফল্যে সহযোগিতা করতে পারব।’ কিন্তু কান্তে যেদিন ব্লুজদের দলে যোগ দিল ঠিক সেদিনই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি। অস্ট্রিয়ার রাজধানীতে অনুষ্ঠিত সেই প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অভিজ্ঞ জন টেরিকে অধিনায়ক করেই মূল একাদশ সাজিয়েছিলেন কন্তে। এছাড়া ইতালিয়ান এই কোচের অধীনে মূল দলে নিজেদের স্থান ধরে রেখেছেন দিয়েগো কস্তা, নেমাঞ্জা মাটিচ, উইলিয়ান, ব্রানিসøাভ ইভানোভিচ। কিন্তু দুর্ভাগ্য তার। হার দিয়েই ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন চেলসির যাত্রা শুরু করলেন তিনি। তবে এতে মোটেই হতাশ নন তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কন্তে বলেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ। কিন্তু আমি জানি মাত্র তিন দিনে দুইবেলা অনুশীলন করার পরে ম্যাচ খেলাটা কঠিন। তবে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। পরাজয় আমি কখনই পছন্দ করি না, আমি নিশ্চিত আমার খেলোয়াড়রাও করে না।’
×