ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা জঙ্গী হামলা চালিয়েছে তারা ইহুদী ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩১, ২৭ জুলাই ২০১৬

যারা জঙ্গী হামলা চালিয়েছে তারা ইহুদী ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ জুলাই ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম আর নামাজ হলো ইসলামের মৌলিক ইবাদত। পবিত্র রমজান মাসে ও ঈদের নামাজের সময় গুলশান ও শোলাকিয়ায় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ বলে যারা জঙ্গী হামলা চালিয়েছে তারা প্রকৃত মুসলমান নয়, ইহুদী। জামায়াত-শিবিরের মদদে এ দেশীয় জঙ্গীরা ইহুদীদের সঙ্গে আঁতাত করে সাধারণ মানুষকে হত্যা করছে। তারা শুধু দেশেই নয়, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে এরূপ হত্যাকা- চালিয়ে ইসলামকে বিতর্কিত করছে। তিনি আরও বলেন, যারা হামলাকারী তারা আইএস নয়, এগুলো জঙ্গীদের কাজ। কারণ আইএসরা শিরñেদ করে, জঙ্গীরা কুপিয়ে মানুষকে হত্যা করছে। মঙ্গলবার দুপুরে তিনি কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন আয়োজিত গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত জঙ্গী হামলার প্রতিবাদে জঙ্গীবিরোধী শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। এছাড়াও বক্তৃতা করেনÑ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উসমান আলী, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম প্রমুখ। জঙ্গী সন্দেহে গ্রেফতার সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৬ জুলাই ॥ বেড়া উপজেলার পদ্মা ও যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে মঙ্গলবার পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথবাহিনীর জঙ্গী ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়। সাত ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন চার জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সকালের দিকে পুলিশ, র‌্যাব ও বিজিবির ৬৪ সদস্যের একটি দল উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে এবং নতুন ভারেঙ্গা ইউনিয়নের খয়েরবাগানচর, পূর্ব শ্রীকণ্ঠদিয়াচর, চরসাফুল্ল্যা এবং চরনাকালিয়ায় অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেনÑ আমান, শরিফ, সুলতান এবং মানিক। ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ জুলাই ॥ সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। শিশু জাকের উল্লাহ (৩) শিবগঞ্জ এলাকার নাসিরুলের ছেলে। জানা যায়, শিশু জাকের উল্লাহ বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি ঘর থেকে উড়ে এসে কয়েকটি ভিমরুল তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
×