ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে এক পুরোহিতকে দ্বিতীয় দফা হত্যার হুমকি

প্রকাশিত: ০৬:৩১, ২৭ জুলাই ২০১৬

রংপুরে এক পুরোহিতকে দ্বিতীয় দফা হত্যার হুমকি

সংবাদদাতা, রংপুর, ২৬ জুলাই ॥ রংপুর মহানগরীর কলেজ রোডে অবস্থিত আনন্দময়ী সেবাশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে আবারও মাথা কেটে নেয়ার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মন্দিরের বারান্দায় প্লাস্টিকে মোড়ানো হলুদ খামে ভরা চিঠিটি পাওয়া যায়। দ্বিতীয়বার ওই পুরোহিতকে হত্যার হুমকি দেয়ায় ওই এলাকার হিন্দু পরিবারের শতাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এর আগে গত ১৮ জুলাই ওই পুরোহিতকে হত্যার হুমকি ও ২০ হাজার টাকা চেয়ে চিঠি দিয়েছিল অজ্ঞাত দুুর্বৃত্তরা। পুরোহিত বিজয় চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে মন্দিরের বারান্দায় হলুদ খামে ভরা প্লাস্টিকে মোড়ানো একটি চিঠি দেখতে পান মন্দিরের বাসিন্দা সোমা রানী মোহন্ত। চিঠিতে ভুল বানানে এলোমেলোভাবে বলা হয়েছে, ‘তুই কেন জানালি, তোদেরকে উড়িয়ে দেব, ওরা তোকে বাঁচাবে, সবাইকে জানিয়ে ভুল করেছিস, তোর মাথা কেটে নিয়ে যাব, মরে গেছিস।’ তিনি আরও জানান, দ্বিতীয় দফা চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়ার বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও র‌্যাব-১৩-কে জানানো হয়েছে। র‌্যাবের কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দেন। পুরোহিত বিজয় চক্রবর্তী আরও জানান, পরপর দু’বার হত্যার হুমকি দেয়ার ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি মন্দির এলাকায় পুলিশ প্রহরার দাবি জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, মন্দিরের পুরোহিতকে পরপর দু’বার হুমকি দেয়ায় রংপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি ওই মন্দির ও পুরোহিতকে পুলিশী নিরাপত্তা দেয়ার দাবি জানান। কোতোয়ালী থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×