ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ষিত যুবতীকে বিয়ে করে রক্ষা

প্রকাশিত: ০৬:২৭, ২৭ জুলাই ২০১৬

ধর্ষিত যুবতীকে বিয়ে করে রক্ষা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অবশেষে ধর্ষিতা যুবতীকে বিয়ে করে মামলা থেকে রক্ষা পেল ধর্ষক মিলন বিশ্বাস। সোমবার মধ্যরাতে ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় থানা পুলিশের উপস্থিতিতে কালী মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ হারতা গ্রামে। জানা গেছে, গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের পুত্র মিলন বিশ্বাস একই বাড়ির হিরালাল বিশ্বাসের কন্যা দিপীকা বিশ্বাসকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে দিপীকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য মিলনকে চাপ প্রয়োগ করা হয়। মিলন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গর্ভপাত করানোর জন্য কৌশলে দিপীকাকে নগরীর এক নিকট আত্মীয়র বাসায় নিয়ে যায়। এ ঘটনায় দিপীকার বাবা উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে দিপীকা ও মিলনকে উদ্ধার করে পুলিশ। রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তি চরমে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাটোরে বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী থেকে হঠাৎ করেই ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার পর থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েতে হচ্ছে শত শত যাত্রীকে। জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, নাটোরের বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে নাটোর দিয়ে বাস চলাচল করতে দিচ্ছেন না সেখানকার শ্রমিকরা। ফলে নাটোর হয়ে ঢাকাগামীসহ দক্ষিণ অঞ্চলে এবং উত্তরাঞ্চলে রাজশাহী থেকে বাস যেতে পারছে না। এর প্রতিবাদে রাজশাহী থেকে সব বাস বন্ধ রাখা হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি। এদিকে হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। যাদের রাজশাহী থেকে বিভিন্ন অঞ্চলে যাওয়ার কথা ছিল, তারা আটকে পড়েছেন। বৃক্ষমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৬ জুলাই ॥ মোহনগঞ্জে মঙ্গলবার দুপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শহীদ আলী উসমান শিশুপার্কের মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, পৌর মেয়র, লতিফুর রহমান রতন প্রমুখ। পরিচ্ছন্নতা কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ জুলাই ॥ ‘আমাদের সাভার, আমরা নিরাপদ রাখব’Ñ এ সেøাগান সামনে রেখে সাভারে ৩ দিনব্যাপী জলাবদ্ধতা দূরীকরণে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার বাড্ডা ছায়াবিথী মহল্লায় শহীদ মজনু একাডেমি মাঠে সাভার পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির, ঢাকা আহছানিয়া মিশন ও কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র হাজী আব্দুল গনি।
×