ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ধসে পড়ল দুবলহাটি জমিদার বাড়ির একাংশ

প্রকাশিত: ০৬:২৭, ২৭ জুলাই ২০১৬

বৃষ্টিতে ধসে পড়ল দুবলহাটি জমিদার বাড়ির একাংশ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ লাগাতার বৃষ্টিতে ধসে পড়ল নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি জমিদার বাড়ির একাংশ। সোমবার বৃষ্টির সময় দোতলার কিছু অংশ ধসে পড়ে। ব্রিটিশ শাসনামলে নির্মিত ইউরোপীয় স্থাপত্য নিদর্শন সমন্বিত এই জমিদার বাড়িটি সংরক্ষণের কোন পদক্ষেপ নেই প্রতœতত্ত্ব বিভাগের। বেশ কিছুদিন আগে সেখানে সংরক্ষিত এলাকা হিসেবে প্রতœতত্ত্ব বিভাগের একটি ছোট্ট সাইনবোর্ড চোখে পড়লেও বর্তমানে সেটি আর নেই। এই জমিদারবাড়িটি দুবলহাটি রাজবাড়ি হিসেবে বহুল পরিচিত। এই রাজপ্রাসাদের বৃহদায়তন পিলারগুলো ইউরোপীয় স্থাপত্যের নমুনা বহন করে। দোতলার ছাদের প্যারাপিটে নির্মিত কয়েকজন ইউরোপীয় পুরুষ ও রমণীর পূর্ণাবয়ব শিলামূর্তি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। শিলামূর্তিগুলোর শরীরের গঠন, কোঁকড়ানো চুল এবং পোশাকের ভাঁজ উপমহাদেশের অন্যান্য স্থানে প্রতিষ্ঠিত ইংরেজ ভাস্কর্যের অনুকরণ বলা যেতে পারে। রাজবাড়ির ভেতরের স্থায়ী রঙ্গমঞ্চ নিত্যনৈমিত্তিক উৎসব আনন্দের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক এমনই দর্শনীয় বিষয়গুলো এখানে আকৃষ্ট করে পর্যটকদের। কিন্তু পর্যটকদের আরও আকর্ষণীয় করে তুলতে এই রাজবাড়িটি সংস্কার বা সংরক্ষণের কোন উদ্যোগ নেয়নি প্রতœতত্ত্ব বিভাগ। তাদের সম্পূর্ণ অবহেলা আর অযতেœর কারণে নওগাঁর এই ঐতিহ্যবাহী রাজবাড়িটি বৃষ্টির পানিতে ধসে পড়ল। জেলাবাসীর দাবি, প্রতœ সামগ্রীতে ভরপুর উত্তরের নওগাঁ জেলার সকল ঐতিহাসিক স্থাপত্যগুলো সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হোক। কথিত জঙ্গী মুন্নার ব্যাপারে জানতে ঢাকায় তদন্তদল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না জঙ্গী তৎপরতায় জড়িত কি-না তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মুন্না ঢাকায় যেখানে কাজ করতেন বলে দাবি করেছেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সোমবার থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, মুন্নার পরিবারের পক্ষ থেকে থানায় যে সাধারণ ডায়েরি করা হয়, সেখানে সন্দেহ করা হয় সে হয়তো জঙ্গী তৎপরতায় যুক্ত হয়েছে। এই ডায়েরির ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, সে তিন বছর ধরে নিখোঁজ। এর পর সারাদেশে জঙ্গীবিরোধী অভিযান শুরু হলে সোমবার সে যশোরে ফিরে এসে থানায় হাজির হয়। সোমবার দুপুরেই পুলিশ তাকে হেফাজতে নেয়। তখন থেকেই তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়। পুলিশ সুপার বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মুন্নাকে জিজ্ঞাসাবাদ করছেন।
×