ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে সাংবাদিক হত্যার দায়ে পিতা পুত্রের ফাঁসি

প্রকাশিত: ০৬:২৭, ২৭ জুলাই ২০১৬

বরিশালে সাংবাদিক হত্যার দায়ে পিতা পুত্রের ফাঁসি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আলোচিত সাংবাদিক মনির হোসেন রাঢ়ী হত্যা মামলায় পিতা ও পুত্রের ফাঁসির রায় এবং উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালতের বিচারক। একইসঙ্গে মামলার অপর এক আসামিকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুদীপ্ত দাস দ-প্রাপ্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলো আলাউদ্দিন রাঢ়ী ও তার ছোট পুত্র রাসেল রাঢ়ী। খালাসপ্রাপ্ত মামলার অন্য আসামি আলাউদ্দিন রাঢ়ীর বড় পুত্র সোহাগ রাঢ়ী। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ গিয়াস উদ্দিন কাবুল জানান, মুলাদী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা দলিল উদ্দিন মাস্টার ও পার্শ্ববর্তী আনোয়ার হোসেনের বাড়ির চলাচলের একমাত্র পথ বন্ধ করতে সীমানা প্রাচীর নির্মাণ করে আলাউদ্দিন রাঢ়ী ও তার পুত্ররা। এতে চলাচলের পথ বন্ধ হওয়ায় ভুক্তভোগীরা মুলাদী প্রেসক্লাবের তৎকালীন সভাপতি সাংবাদিক মনির হোসেন রাঢ়ীকে বিষয়টি জানান। ২০১১ সালের ২১ ডিসেম্বর বিকেলে সাংবাদিক মনির ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার জন্য উভয়কে অনুরোধ করেন। এ সময় মনির ওই সীমানা প্রাচীর ভেঙ্গে ভুক্তভোগীদের চলাচলের রাস্তা বাদ দিয়ে প্রাচীর নির্মাণের অনুরোধ করেন। এ নিয়ে সাংবাদিক মনির রাঢ়ীর সঙ্গে আলাউদ্দিন রাঢ়ী ও তার পরিবারের সদস্যদের বাগ্বিত-া হয়। একপর্যায় আলাউদ্দিন রাঢ়ীর নির্দেশে তার সন্ত্রাসী পুত্ররা মনির রাঢ়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা মনির হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাজশাহীতে স্বামী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামির নাম মুজাহিদ আহমেদ। তিনি রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকার মৃত আনোয়ার আহমেদের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশী হেফাজতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জানা যায়, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে মুজাহিদ তার স্ত্রী দুই সন্তানের জননী নিলুফা ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুরে স্বামী সংবাদদাতা রংপুর থেকে জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দিয়েছে রংপুরের একটি আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি জয় ভাস্কর জেলহাজতে ছিলেন। মাগুরায় পাঁচজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন মহম্মদপুর উপজেলার তেলি পুকুর সৈয়দপাড়া গ্রামের আজিজার রহমান হত্যা মামলার রায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন সৈয়দ রোস্তম আলী, সৈয়দ হাবিবুর রহমান, সৈয়দ রাজা মিয়া, মোঃ ইদ্রিস, সাইফার রহমান। টাঙ্গাইলে স্বামী নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহরাব আলীকে সশ্রম কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। রায়ে দ-িতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ- দেয়া হয়েছে।
×