ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে চ্যাম্পিয়ন ফাহাদ

প্রকাশিত: ০৬:২৫, ২৭ জুলাই ২০১৬

দুবাইয়ে চ্যাম্পিয়ন ফাহাদ

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়ে বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনলেন কিশোর দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান। বাংলাদেশের প্রথম এ ক্ষুদে ফিদেমাস্টার এবার দুবাইয়ে অনুষ্ঠিত ১৪তম জুনিয়র দাবা প্রতিযোগিতায় এককভাবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মঙ্গলবার দুবাইয়ের আল হোসানি ওমরানকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করে ফাহাদ। ভারতীয় প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় দুবাইয়ে খেলতে যান ফাহাদ। তিনি এ টুর্নামেন্টে নয় রাউন্ডে অর্জন করেন ৮ পয়েন্ট। এর মধ্যে দুটি ম্যাচ ড্র করলেও বাকি ৭টিতেই জয় তুলে নেন এ ক্ষুদে প্রতিভা। আর রানারআপ হওয়া শ্রিবাতশেভের পয়েন্ট সাড়ে ৭। দুবাই চেস এ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হয় এ টুর্নামেন্ট। ১০ হাজার ডলার মূল্যমানের এ টুর্নামেন্টে ১২ দেশের মোট ১১০ খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হিসেবে ফাহাদ পাবেন ২ হাজার মার্কিন ডলার বা ১ লাখ ৫৭ হাজার টাকা অর্থ পুরস্কার। সপ্তম রাউন্ড শেষে শীর্ষে থাকা ফাহাদের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা একটু কঠিন হয়ে গিয়েছিল সোমবার অষ্টম রাউন্ড শেষে। এ রাউন্ডে তিনি টুর্নামেন্টের শীর্ষ বাছাই ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সঙ্গে ড্র করে যদিও শীর্ষস্থানটা ধরেই রেখেছিলেন। কিন্তু এ ড্রয়ের কারণে শেষ রাউন্ডে ন্যূনতম ড্র করতে হতো শীর্ষস্থান ধরে রাখার জন্য। তবে শেষ রাউন্ডের জয় ফাহাদকে এ গৌরব অর্জনে বড় ভূমিকা রাখল। নগদ অর্থ ছাড়াও ফাহাদ পেয়েছেন শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ এবং একটি স্বর্ণ পদক।
×