ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মন্ট্রিয়েল ওপেন

কেভিতোভা-স্টোসারের সহজ জয়

প্রকাশিত: ০৬:১৯, ২৭ জুলাই ২০১৬

কেভিতোভা-স্টোসারের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মন্ট্রিয়েল ওপেন টেনিসের প্রথম দিনেই ছিল আবহাওয়ার বৈরিতা। তবে এর মধ্যেই সাবেক গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার সহজ জয় তুলে নিয়েছেন। উঠে গেছেন দ্বিতীয় পর্বে। এছাড়াও প্রথম পর্ব পেরিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রিঙ্গল, ইউক্রেনের এলিনা ভিতোলিনা, ইতালির ক্যামিলা জিওর্জি, চেক তারকা বারবোরা স্ট্রাইকোভারা। হার্ডকোট এ আসর শেষেই অনেক তারকা আসন্ন অলিম্পিকে অংশ নিতে যাবেন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। দুইবার উইম্বলডন জিতেছেন কেভিতোভা। মন্ট্রিলের হার্ডকোর্ট আসরে তিনি খেলছেন ১২ নম্বর বাছাই হিসেবে। প্রথম রাউন্ডে তার কাছে পাত্তাই পাননি পোল্যান্ডের অবাছাই ম্যাগদা লিনেট। মাত্র ৫৯ মিনিটের লড়াইয়ে তাকে ৬-১, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন কেভিতোভা। উত্তর আমেরিকার মাটিতে চেক এ তারকা ক্যারিয়ারের প্রথম হার্ডকোর্ট শিরোপা জিতেছিলেন এই মন্ট্রিলেই। ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তরুণী পোলিশ তারকা ম্যাগদা কোন ব্রেক পয়েন্টও অর্জন করতে পারেননি। অথচ গত সপ্তাহে স্ট্যানফোর্ড ওপেনে যুক্তরাষ্ট্রের কৃষ্ণকন্যা ভেনাস উইলিয়ামসকে গলদঘর্ম করেছিলেন তিনি। ভেনাস অবশ্য তিন সেটের তীব্র লড়াইয়ে জিতে গিয়েছিলেন। কিন্তু মন্ট্রিয়েলে সেই অনুপ্রেরণা কাজে লাগাতে ব্যর্থ হয়ে ম্যাগদা বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই। গত উইম্বলডনের পর এটিই কেভিতোভার প্রথম টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৩ নম্বর বাছাই সাবেক ইউএস ওপেনজয়ী অসি তারকা স্টোসার দারুণ জয়ে শুরু করেছেন। যদিও কিছুটা কঠিন হয়েছে ব্রিটেনের হিদার ওয়াটসনকে হারিয়ে দেয়া। শেষ পর্যন্ত সরাসরি ৭-৫, ৬-৩ সেটেই জয় তুলে নেন স্টোসার। প্রথম সেটে কিছুটা সংগ্রাম করতে হলেও দ্বিতীয় সেটে দুরন্ত স্টোসার তিনটি ব্রেক পয়েন্ট জিতে নেন। সে কারণেই দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে সরাসরি এ জয়টা তুলে নিতে পেরেছেন। জয়ের পর স্টোসার বলেন, ‘সরাসরি সেটে এগিয়ে যাওয়ার কারণে আমি যথেষ্ট খুশি। সার্বিকভাবে আমার মনে হচ্ছে বেশ ভালভাবেই আমি সার্ভগুলো করেছি।’ সব ম্যাচেই বৃষ্টি বেশ উৎপাত করেছে। প্রায় ৪ ঘণ্টা দেরি হয়েছে বৃষ্টির জন্য। শেষ পর্যন্ত আয়োজকরা বাধ্য হয়েছেন দিনের শেষ ম্যাচটা পরবর্তী দিনে ট্রান্সফার করতে। শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল কানাডার ফ্র্যাঙ্কোইস আবান্দা ও চাইনিজ কোয়ালিফায়ার ঝেং সাইসাইয়ের মধ্যে। তবে এর মধ্যেই বাছাই খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় রাউন্ডে ওঠা আর একজনই ছিলেন। ১৭তম বাছাই ভিতোলিনা মার্কিন কোয়ালিফায়ার জেনিফার বার্ডিকে হারিয়েছেন ৬-২, ৬-৪ সেটে। এছাড়া স্ট্রাইকোভা ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ২-৬, ৬-৩, ৬-৩ সেটে, ব্রিঙ্গল ৬-৪, ১-৬, ৬-৪ সেটে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে, অস্ট্রেলিয়ার দারিয়া গাভ্রিলোভা ৬-৪, ৬-৩ সেটে জার্মানির আনিকা বেককে, ক্যামিলা ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪) সেটে যুক্তরাষ্ট্রের সেøায়ান স্টিফেন্সকে, ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি ৬-২, ৬-০ সেটে জাপানের নাও হিবিনোকে এবং ব্রিটেনের নাওমি ব্রোডি ৩-৬, ৬-৪, ৬-২ সেটে পুয়ের্টোরিকোর মনিকা পুইগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডে মিরজানা খেলবেন এবার উইম্বলডন ফাইনালিস্ট দ্বিতীয় বাছাই জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে। আর ব্রোডি মুখোমুখি হবেন তৃতীয় বাছাই ফরাসী ওপেনজয়ী গারবিন মুগুরুজার বিপক্ষে। উল্লেখ্য, হঠাৎ ইনজুরিতে পড়ার কারণে এক নম্বর বাছাই সেরেনা উইলিয়ামস নাম প্রত্যাহার করে নিয়েছেন এ আসর থেকে।
×