ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১৭ রানে অলআউট শ্রীলঙ্কা, প্রথম দিনে ৫৪.২ ওভারে ১২ উইকেটের পতন

পাল্লেকেলেতে বোলার- বৃষ্টির দিন

প্রকাশিত: ০৬:১৮, ২৭ জুলাই ২০১৬

পাল্লেকেলেতে বোলার- বৃষ্টির দিন

স্পোর্টস রিপোর্টার ॥ পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে বোলারদের সঙ্গে দাপট দেখাল বৃষ্টিও। বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে মোট ৫৪.২ ওভারে, তাতেই দু’দলের মিলিয়ে উইকেট পড়েছে ১২! অসিদের সাঁড়াশি বোলিংয়ের মুখে দিশেহারা শ্রীলঙ্কা অলআউট ১১৭ রানে। স্বাগতিকদের প্রথম ইনিংসে আয়ু ৩৪.২ ওভার। ২০০৬ সালের পর এই প্রথম নিজ মাঠে কোন টেস্টে এ অল্পতে গুড়িয়ে গেল লঙ্কানরা। টসে জিতে ব্যাটিং নিয়ে এটিই তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নতুন রের্কড! একি টেস্ট ম্যাচ না অন্য কিছু? জবাবে ২০ ওভারে স্কোর বোর্ডে ৬৬ রান জমা হলেও, দুই ব্যাটসম্যানকে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে সকালে টস জিতে ব্যাটিং নেন লঙ্কাপতি এ্যাঞ্জেলো ম্যাথুস। কে জানত এটিই অতিথিদের অসিদের জন্য শাপেবর হবে! শুরুতে আতঙ্ক ছড়ান দুই পেসার মিচেল স্টার্ক আর জস হ্যাজলউড। পঞ্চম ওভারে স্টার্কের বল আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউ দিমুথ করুনারতেœ (৫)। পরের ওভারেই হ্যাজলউডের আঘাত, এবার এলবিডব্লিউ কুশল মেন্ডিস (৮)। চোখে সরষেফুল দেখা লঙ্কানদের উইকেট পড়েছে মুড়ি-মুড়কির মতো। দশম ওভারেই আবার হ্যাজলউডের উদযাপন। প্রথম সিøপে ক্যাচ তুলে দেন ওপেনার কুশল সিলভা (৪)। ১৮ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের থরহরিকম্প অবস্থা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করেছিলেন দলের দুই সেরা ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও অধিনায়ক ম্যাথুস। ১৫ রান করা ম্যাথুসকে ফিরিয়ে বড় ধাক্কাটা দেন বাঁহাতি স্পিনার স্টিভ ও’কেফে। পরে দলীয় ৬৭ রানে চান্দিমালকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন হ্যাজলউড। ৮৪ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে লাঞ্চে যায় শ্রীলঙ্কা। ফিরে এসে ৫ ওভারে ৩৩ রান তুলতে নেই বাকি ৫ ব্যাটসম্যান! লাঞ্চের পর মূল হন্তারক নাথান লেয়ন, অভিজ্ঞ অসি স্পিনার চোখের পলকে ফিরিয়ে দেন ধনঞ্জয় ডি সিলভা, দিলরুয়ান পেরেরা ও কুশল পেরেরাকে। রঙ্গনা হেরাথকে (৬) আউট করে নিজের দ্বিতীয় উইকেট ঝুলিতে পোড়েন ইনজুরি কাটিয়ে ফেরা মিচেল স্টার্ক। আর প্রদীপকে তুলে নিয়ে স্বাগতিক ব্যাটিংয়ের লেজটা মুড়ে দেন ও’কেফে। ছয় নম্বরে নামা অভিষিক্ত ধনঞ্জয়ের ২৪-ই শ্রীলঙ্কান ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস! দুই অঙ্কের দেখা পাওয়া বাকি চারজন হলেন লক্ষ্মণ সানদাকান (১৯*), কুশল পেরের (২০), চান্দিমাল (১৫) ও ম্যাথুস (১৫)। ব্যাট করতে নেমে ‘নাম্বর ওয়ান’ অস্ট্রেলিয়াও বিপদে পড়েছিল। ৯ রানের মধ্যে সাজঘরে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (০) ও জো বার্নস (৩)। দু-জনকে ফিরিয়েছেন নুয়ান প্রদীপ ও রঙ্গনা হেরাথ। এরপর অধিনায়ক স্টিভেন স্মিথ (২৮*) ও উসমান খাজার (২৫*) দৃঢ়তায় আর বিপদ হয়নি। চা বিরতি পর্যন্ত ২০ ওভারে ৬৬ রান অতিথিদের। তখনই পাল্লেকেলের আকাশ ভেঙ্গে মুশলধারে বৃষ্টি। পরে আর খেলা মাঠে গড়ায়নি। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ১১৭/১০ (৩৪.২ ওভার; ধনঞ্জয় ২৪, কুশল পেরেরা ২০, সানদাকান ১৯*, ম্যাথুস ১৫, চান্দিমাল ১৫, কুশল মেন্ডিস ৮, করুনরাতেœ ৫, কুশল সিলভা ৪; লেয়ন ৩/১২, হ্যাজলউড ৩/২১, ও’কেফে ২/৩১, স্টার্ক ২/৫১) অস্ট্রেলিয়া প্রথম ইনংস ৬৬/২ (২০ ওভার; স্মিথ ২৮*, খাজা ২৫*, বার্নস ৩, ওয়ার্নার ০; প্রদীপ ১/৩, হেরাথ ১/১৫) * প্রথম দিন শেষে
×