ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুয়েই কাজ করা যাবে ডেস্কে

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জুলাই ২০১৬

শুয়েই কাজ করা যাবে ডেস্কে

অফিসে কাজ করতে করতে সবাই কিছুটা ক্লান্ত হয়ে ওঠেন। তখন মনে হয়, যদি কিছুটা আরাম করে বসা যেত বা যদি কিছুক্ষণ ঘুমিয়ে নেয়া যেত। কিন্তু চেয়ার-টেবিলে বসে তো আর ঘুমানো যায় না। এমনই এক অফিস ডেস্ক নিয়ে এসেছে আল্টওয়ার্ক কোম্পানি। এই ডেস্কের নাম দেয়া হয়েছে ‘স্টেশন’। এর মাধ্যমে অফিসের ডেস্কেই শুয়ে অথবা বসে দিব্যি কাজ করতে পারবেন। ডেস্কটিকে প্রথম দেখায় মনে হতে পারে কোন ডেন্টিস্টের চেয়ার। লম্বা চেয়ারকে ভাঁজ করে ব্যবহার করা যায়। চেয়ারের সঙ্গেই লাগানো রয়েছে ল্যাপটপ রাখার টেবিল। পা ছড়িয়ে বসতে চাইলে চেয়ারটি লম্বা করে নিতে পারেন। এর জন্য কন্ট্রোল সিস্টেম রয়েছে টেবিলের সঙ্গে। টেবিল আর চেয়ারসহ সব মিলিয়ে এই স্টেশনের ওজন ২১০ পাউন্ড। তাই সহজেই এটাকে যে কোন স্থানে নেয়া যাবে। চারভাবে ডেস্কটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। প্রথমত যেভাবে সাধারণত সব ডেস্কে বসা হয় সেভাবে, দ্বিতীয়ত দাঁড়িয়ে। এ ছাড়া হেলান দিয়ে আয়েশী ভঙ্গিতে পা ছড়িয়ে কাজ করা যাবে আবার পুরোপুরি শুয়েও কাজ করা যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর শরীরের অবস্থানের সঙ্গে ভারসাম্য তৈরি করে নেবে ডেস্কটি। বিশেষভাবে তৈরি এর ডেস্কে রয়েছে ম্যাগনেট। এর ফলে ডেস্ক উল্টে রাখা হলেও পিসি, মাউস ও ল্যাপটপ ডেস্কের সঙ্গেই লেগে থাকবে। স্টেশন ডেস্কের দাম রাখা হয়েছে পাঁচ হাজার ৯০০ মার্কিন ডলার। সঙ্গে সাইড টেবিল কিনতে লাগবে আরও ৬৫০ মার্কিন ডলার। স্টেশন ডেস্কের সিগনেচার মডেলের দাম ধরা হয়েছে ছয় হাজার ৯০০ মার্কিন ডলার। -ম্যাশএ্যাবল।
×