ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ বছর পর অনশন ভাঙার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জুলাই ২০১৬

১৬ বছর পর অনশন ভাঙার সিদ্ধান্ত

১৬ বছর পর অনশন ভাঙতে চলেছেন ভারতের মণিপুরের সমাজকর্মী ইরম শর্মিলা চিনু। ৯ আগস্ট অনশন ভাঙবেন তিনি। এমনকি, মণিপুরের বিধানসভা নির্বাচনেও লড়বেন এই সমাজকর্মী। ২০০০ সালের নবেম্বরে ইম্ফল বিমানবন্দরের সামনে বাসস্ট্যান্ডে নিরাপত্তারক্ষীদের গুলিতে ১০ সাধারণ নাগরিক মারা যান। তার পরই মণিপুরে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স এ্যাক্টের কার্যকারিতা স্থগিত করার দাবিতে অনশন শুরু করেন চিনু। অনশন না ভাঙায় তাকে বন্দী করা হয়। ১৪ বছর ধরে সরকারী হাসপাতালের একটি রুমে তাকে বন্দী রাখা হয়েছে। নাকে নল দিয়ে খাওয়ানো হয় তাকে। তার পরও এতদিন অনশন প্রত্যাহার করেননি তিনি। -এনডিটিভি।
×