ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবাধিকার ইস্যু

প্রভাবশালী রাষ্ট্রগুলোর চুক্তির নেপথ্যে থাকে জাতীয় স্বার্থ ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ জুলাই ২০১৬

প্রভাবশালী রাষ্ট্রগুলোর চুক্তির নেপথ্যে থাকে জাতীয় স্বার্থ ॥ আইনমন্ত্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ল’ ডিপার্টমেন্টের উদ্যোগে হিউম্যান রাইটস ইন দ্য এজ অব ইমপেরিয়ালিজম শীর্ষক সেমিনার মঙ্গলবার মিরপুর সেনানিবাসের বিইউপি’র বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে বিইউপি’র উপ-উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। আনিসুল হক বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী রাষ্ট্রগুলো মানবাধিকারের ইস্যুতে আন্তর্জাতিক যে সব চুক্তি ও কনভেনশন স্বাক্ষর করে সেগুলোর নেপথ্যে থাকে তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টা, যা কিনা মানবাধিকার চর্চার ক্ষেত্রে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো মানবাধিকার রক্ষার নামে অন্যান্য দেশের বৈদেশিক নীতির ওপর প্রভাব বিস্তার করছে। ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সলিমুল্লাহ খান, সাধারণ শিক্ষা বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। এছাড়া রেজিস্ট্রার, চীফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল ডিন, বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর।
×