ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের গুলিতে দুই হামলাকারীর মৃত্যু

ফ্রান্সে চার্চে জঙ্গী হামলায় যাজক নিহত

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জুলাই ২০১৬

ফ্রান্সে চার্চে জঙ্গী হামলায় যাজক নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের উত্তরাঞ্চলে রাওয়েনের একটি চার্চে দুই সশস্ত্র জঙ্গীর হামলায় একজন ধর্মযাজক নিহত হয়েছেন। দুই হামলকারী মঙ্গলবার সকালে চার্চে ঢুকে যাজক জ্যাক হ্যামেল (৮৪) এবং অন্য চারজনকে জিম্মি করে। পুলিশ পরে চার্চটি ঘিরে ফেলে। হামলকারীরা বাইরে বেরিয়ে আসলে পুলিশের গুলিতে নিহত হয়। খবর বিবিসি ও এএফপির। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানান, হামলাকারীরা জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বলে দাবি করেছিল। প্রেসিডেন্ট বলেন, হামলকারীরা কাপুরুষোচিত ঘটনা ঘটিয়েছে। তবে ফ্রান্স আইএসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে। আইএস সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’ বলে, ‘আইএসের দুই সৈনিক’ এই হামলা চালিয়েছে। পোপ ফ্রান্সিস এই হামলাকে জঘন্য অভিহিত করে নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র পিয়েরি-হেনরি ব্রান্ডেট বলেন, জিম্মিদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ফ্রান্সজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, গেল ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপন করতে বহু মানুষ ফ্রান্সের নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল চত্বরে জড়ো হয়েছিলেন। আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পরপরই স্থানীয় সময় রাত ১১টার দিকে সেই ভিড়ের মধ্য দিয়ে ২৫ টনি ট্রাক চালিয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ৩১ বছর বয়সী তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি মোহাম্মদ লাউইজ-বুলেল নামের এক ব্যক্তি। পুলিশ পরে চালককে গুলি করে হত্যা করে ট্রাকটি থামায়। এতে ৮৪ জন নিহত হন। আর এরপরই ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হয়। গেল বছরের ১৩ নবেম্বর প্যারিসের একটি কনসার্ট হলে ও অন্যান্য স্থানে সন্ত্রাসীরা বোমা ও অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় ফ্রান্সে জরুরী অবস্থা জারি করেছিল। জরুরী অবস্থার মধ্যেই দেশটিতে আবার ‘জিম্মি’ করার এই ঘটনা ঘটল।
×