ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাচ্ পুরুষরাই সবচেয়ে লম্বা

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জুলাই ২০১৬

ডাচ্ পুরুষরাই সবচেয়ে লম্বা

বিশ্বের কোন্ দেশের লোকদের গড় উচ্চতা সবেচেয়ে বেশি- এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি দীর্ঘদিন। এবার মিলল সেই কাক্সিক্ষত উত্তর। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের পুরুষ লোকদের মধ্যে ডাচ্দের উচ্চতা সবচেয়ে বেশি। এদের গড় উচ্চতা ১৮৩ সেন্টিমিটার বা ৬ ফুট। আর নারীদের মধ্যে লাটভিয়ার মহিলাদের উচ্চতা বেশি। এদের গড় উচ্চতা ১৭০ সেন্টিমিটার বা ৫ ফুট ৭ ইঞ্চি। ১৯১৪ সাল থেকে ১৮৭ দেশের লোকদের উচ্চতা বৃদ্ধির প্রবণতা পর্যবেক্ষণ করে এ ফলাফল পাওয়া গেছে। গবেষাটি সম্প্রতি জার্নাল ই-লাইফে প্রকাশিত হয়েছে। গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, এই সময়ে ইরানের পুরুষ এবং দক্ষিণ কোরিয়ার নারীদের উচ্চতা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। অর্থাৎ এই সময়ের মধ্যে ইরানী পুরুষদের গড় উচ্চতা বেড়েছে ১৬ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি আর দক্ষিণ কোরীয় নারীদের গড় উচ্চতা বেড়েছে ২০ সেন্টিমিটার বা ৮ ইঞ্চি। আরও মজার ব্যাপার হলো- ব্রিটেনের অন্যান্য শহরের তুলনায় সাসেক্স শহরে বসবাসরতদের গড় উচ্চতা খানিকটা বেড়েছে। তবে গড় উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। ষাট ও সত্তর দশকের পর এই দেশের নারী ও পুরুষদের গড় উচ্চতা মাত্র ৫ থেকে ৬ সেন্টিমিটার বেড়েছে। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, ১৯১৪ সালের আগে নারী-পুরুষদের গড় উচ্চতার দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল তৃতীয়। কিন্তু এই তালিকায় দেশটি ৩৭তম ও ৪২তম অবস্থানে নেমে এসেছে। উচ্চতা বৃদ্ধির এই তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে ইউরোপের দেশগুলো। আবার ইউরোপোর দেশগুলোর মধ্যে পশ্চিম ইউরোপের দেশগুলো সামনের সারিতে রয়েছে। আর বিশ্বের মধ্যে পূর্ব তিমুরের পুরুষদের গড় উচ্চতা সবচেয়ে কম। এদের উচ্চতা ১৬০ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হয়ে থাকে। অপরদিকে নারীদের বেলায় গুয়াতেমালার মহিলাদের গড় উচ্চতা সবচেয়ে কম। তবে ১৯১৪ সালের পর কিন্তু দেশটির মহিলাদের গড় উচ্চতা একটু বেড়েছে। ১৯১৪ সালের আগে দেশটির মহিলাদের গড় উচ্চতা ছিল ১৪০ সেন্টিমিটার বা ৪ ফুট ৭ ইঞ্চি। এখন বেড়ে হয়েছে ১৫০ সেন্টিমিটার বা ৪ ফুট ১১ ইঞ্চি। গড় উচ্চতা বৃদ্ধির বেলায় পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য সুখবর আছে। গত এক শ’ বছরের মধ্যে এই মহাদেশের জাপান, চীন ও দক্ষিণ কোরীয়দের গড় উচ্চতা বেড়েছে সবচেয়ে বেশি। আর এই এক শ’ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের লোকদের উচ্চতা তেমন বাড়েনি। বিবিসি অবলম্বনে।
×