ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী ভাড়াটিয়া

রিমান্ড শেষে নর্থ সাউথের প্রো-ভিসিসহ ৩ জন কারাগারে

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জুলাই ২০১৬

রিমান্ড শেষে নর্থ সাউথের প্রো-ভিসিসহ ৩ জন কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহসানসহ তিনজন রিমান্ড শেষে এখন কারাগারে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত এ আসামীদের আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলে পাঠানো অন্য দুই আসামি হলেনÑ ড. গিয়াস উদ্দিনের ভাগ্নে আলম চৌধুরী এবং জঙ্গীদের ভাড়া করা বাড়ির ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন। অপর আসামি রাজধানীর শেওড়াপাড়ার জঙ্গীদের ভাড়া বাড়ির মালিক মোঃ নুরুল ইসলাম রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় আগেই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছিল। গত ১৭ জুলাই এ চারজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গীরা। হামলাকারী জঙ্গীরা ড. গিয়াস উদ্দিনের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট এবং শেওড়াপাড়ার নুরুল ইসলামের বাসা ভাড়া নিয়েছিলেন। দুজন নিয়ম অনুযায়ী ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশের কাছে কোন তথ্য দেননি।
×